E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এবার গ্যাস সিলিন্ডারে ইয়াবা, গ্রেপ্তার ২

২০১৪ আগস্ট ১৪ ১৭:২৮:৫৭
এবার গ্যাস সিলিন্ডারে ইয়াবা, গ্রেপ্তার ২

চট্রগ্রাম প্রতিনিধি : এবার গ্যাস সিলিন্ডারের ভেতরে নিয়ে পাচারের সময় ১৫ হাজার পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাত সাড়ে ১২টার দিকে নগরীর কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক এলাকা থেকে ইয়াবাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন হল, টেকনাফের গোদারবিল এলাকার ট্রাক চালক আবুল কাশেম (৪০) ও টেকনাফের হাবিব পাড়ার আলী হোসেন (৩১)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী থানার একটি টিম মইজ্জ্যারটেকের ‍অদূরে শাহ আমানত সেতুর প্রশাসনিক অফিসের সামনে একটি ট্রাক আটক করে। ট্রাকে তল্লাশি চালিয়ে একটি সিলিন্ডারের ভেতরে সাদা টিস্যু ও সাদা স্কচটেপে মোড়ানো সাতটি বান্ডিল পাওয়া যায়। বান্ডিলগুলো খোলার পর সেখানে ৬টিতে ১০টি করে নীল প্যাকেট এবং একটি বান্ডিলে ৫টি নীল রংয়ের পলিথিনের প্যাকেট পাওয়া যায়।

বান্ডিলে মোড়ানো ৭৫টি প্যাকেটের ভেতরে প্রতিটিতে ২০০ পিস করে মোট ১৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসব ইয়াবার দাম প্রায় ৪৫ লক্ষ টাকা।

কর্ণফুলী থানার ওসি মহিউদ্দিন আহমেদ জানান, গ্যাস সিলিন্ডারটি উদ্ধার করে প্রথমে গ্যাস কাটার দিয়ে সেটি কাটা হয়। সেখানে ইয়াবাগুলো পাওয়া যায়।

সাংবাদিকদের সামনে পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া চালক আবুল কাশেম জানান, ট্রাকের মালিক টেকনাফের গোদারবিল এলাকার আলী আহাম্মদ চেয়ারম্যানের ছেলে আব্দুর রহমান (৩০)। মালিকই ট্রাকে গ্যাস সিলিন্ডার দিয়ে তাদের ট্রাকটি মেরামতের কথো বলে টেকনাফ থেকে নগরীতে পাঠায়।

গ্রেপ্তার হওয়া ট্রাকের হেলপার আলী হোসেন জানান, তিনি তিনদিন আগে হেলপার হিসেবে কাজে যোগ দিয়েছে। গ্যাস সিলিন্ডারে করে ইয়াবা আনার বিষয়ে সে কিছুই জানতনা।

সিএমপি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার বলেন, চট্টগ্রাম শহরে মাদক উৎপাদন হয়না। মূলত বাইরে থেকে মাদক বিক্রেতারা এখানে ইয়াবাসহ বিভিন্ন মাদক আনে। আবার চট্টগ্রামকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয়।

বনজ কুমার মজুমদার বলেন, আমরা চট্টগ্রাম নগরীতে ২৪৮টি মাদক স্পট চিহ্নিত করেছি। ২৯৪ জন মাদক ব্যবসায়ীর একটি তালিকাও আমরা করেছি। আবার স্পটভিত্তিক ২০০টি কমিটিও আমরা গঠন করেছি। কমিটির লোকজন মাদক কেনাবেচা কিংবা সেবনের বিষয়ে দেখলে পুলিশকে খবর দেন।

সংবাদ সম্মেলনে সিএমপি কমিশনার মো.শফিকুল ইসলাম এবং নগর পুলিশের উপ কমিশনার (বন্দর) সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন।

(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test