E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভারতীয় বিড়ির চালানসহ দুই চোরাকারবারী আটক

২০২০ আগস্ট ০৬ ১৮:০৩:৩১
ভারতীয় বিড়ির চালানসহ দুই চোরাকারবারী আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভারত সীমান্ত হতে আমদানি নিষিদ্ধ বিড়ির চালান নিয়ে আসার পথে দুই চোরাকারবারীকে আটক করেছেন থানা পুলিশ।

আটককৃতরা হলেন, উপজেলার উওর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের মনা মিয়া শিকদারের ছেলে আব্দুল আলী ও তার সহযোগী প্রতিবেশী পৈলনপুর গ্রামের আবুল কাশেশের ছেলে রাকাব উদ্দিন।

বৃহস্পতিবার সকালে আটকৃতদের ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, সুনামগঞ্জ পুলিশ সুপারের বিশেষ নির্দেশে থানার ওসি মো. আতিকুর রহমান বুধবার মধ্যরাতে মামদ ও চোরাচালাবিরোধী অভিযানে নামেন একদল পুলিশকে সাথে নিয়ে।,

এদিকে ভারত সীমান্ত হতে মোটরসাইকেল যোগে খাঁচা ভর্তি আমদানি নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ির চালান নিয়ে বাড়ি ফেরার পথে শিমুলতলা -চন্দ্রপুর সড়কের মসজিদের মোড় বুধবার মধ্যরাত পরবর্তী সময়ে পুলিশী তল্লাশীকালে পেশাদার চোরাকারবারী আব্দুল আলী সহ তার অপর দুই সহযোগীর এক সহযোগী রাকাব উদ্দিনকে আটক করা হয়।,
তাদের সাথে থাকা সীমান্তের চিহ্নিত মাদক, গাঁজা, ইয়াবা, গরু চোরাকারবারী ও মামলাবাজ অপর এক সহযোগী ঘটনাস্থও হতে কৌশলে পালিয়ে যায়।

এরপর চোরাকারবারীদের হেফাজত হতে অতিরিক্ত নিকোটিনযুক্ত আমদানি নিষিদ্ধ ভারতীয় হাজার নাসির বিড়ি ও লাল রঙ্রে প্লাটিনা ১০০ সিসি একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার সুনামগঞ্জ পুলিশ সুপার মো. মিজানুর রহমান (পিপিএম) যুগান্তরকে বলেন, শুধু তাহিরপুর থানা এলাকাতেই নয় জেলার সব কয়টি থানা,ডিবি,পুলিশ তদন্ত কেন্দ্র, ফাঁড়ি পুলিশকে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকসহ সব ধরণের চোরাচালান প্রতিরোধ,চোরাকারবারীদের আটক করণ এমনকি সকল অপতৎপরতা বন্ধে কঠোর নির্দেশণা দেয়া হয়েছে।

(এ/এসপি/আগস্ট ০৬, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test