E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

শিরোনাম:

বঙ্গোপসাগরে ১৮ ঘন্টা ভেসে থাকার পর ২০ জেলেকে জীবিত উদ্ধার

২০২০ আগস্ট ০৭ ২২:৫৩:১৩
বঙ্গোপসাগরে ১৮ ঘন্টা ভেসে থাকার পর ২০ জেলেকে জীবিত উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের কচিখালীর এলাকায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি ফিশিং ট্রলার ডুবির ১৮ ঘন্টা পর শুক্রবার সকালে ভাসমান অবস্থায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এফবি সিমা-২ নামের এই ফিশিং ট্রলারটি বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে সাগরে ডুবে যায়। উপকূলীয় মৎস্যজীবী সমিতি, সুন্দরবন বিভাগ ও কোস্টগার্ড এতথ্য নিশ্চিত করেছে।

উপকূলীয় মৎস্যজীবী সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের কচিখালীর এলাকায় ঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ২০ জন জেলে নিয়ে এফবি সিমা-২ নামের ফিশিং ট্রলারটি বঙ্গোপসাগওে ডুবে যায়। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের আনছার খান তার ট্রলারটি ঝড়ের কবলে সাগরে ডুবে যাওয়ার বিষয়টি জানান পর বিষয়টি মোংলা কোস্টগার্ডকে জানান হয়। মোংলা কোস্টগার্ড তাদের সাগরে টহলরত জাহাজকে বিয়টি জানালে শুক্রবার সকালে ভাসমান অবস্থায় ২০ জেলেকে জীবিত উদ্ধার করে। তবে, ডুবে যাওয়া ফিশিং ট্রলারটি উদ্ধার করা যায়নি। সমুদ্রে ১৮ ঘন্টা ভাসমান থাকার পর উদ্ধার হওয়া ২০ জেলের বাড়ী বরগুনার পাথরঘাটা উপজেলায় বলে ট্রলার মালিক সমিতির এই নেতা জানান।

(এসএকে/এসপি/আগস্ট ০৭, ২০২০)

পাঠকের মতামত:

২৩ সেপ্টেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test