E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

করোনা পরীক্ষার নামে নার্স সেজে গৃহবধূকে হত্যার চেষ্টা 

২০২০ আগস্ট ০৯ ২৩:০১:১১
করোনা পরীক্ষার নামে নার্স সেজে গৃহবধূকে হত্যার চেষ্টা 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নামে নার্স সেজে এক গৃহবধুকে গলা টিপে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা ওই ভূয়া নার্স বর্ণা সরকার (২৫) কে আটক করে রাণীনগর থানা পুলিশে সোর্পদ করেছে। আটককৃত ভূয়া নার্স বর্ণা একই এলাকার ঘোষগ্রামের গোবিন্দ সরকারের মেয়ে। এ ঘটনায় শনিবার রাতে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার আতাইকুলা গ্রামে। আটক ভূয়া নার্স বর্ণা সরকারকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আতাইকুলা গ্রামের শ্রী সুপদ পালের বাড়িতে শনিবার দুপুরে বর্ণা সরকার হাতে গ্লাবস, এ্যাপ্রণ এবং মূখে মাস্ক পরে প্রবেশ করে। এ সময় সুপদ সরকারের স্ত্রীর করোনা আছে, জানিয়ে পরীক্ষার কথা বলে। এ সময় বাড়িতে ওই গৃহবধুকে একা পেয়ে করোনা পরীক্ষার নামে গলা টিপে ধরে হত্যার চেষ্টা চালায় বর্ণা। এ সময় গৃহবধু তার হাত থেকে ছুটে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসে। ভূয়া ওই নার্স পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আকট করে রাণীনগর থানা পুলিশে সোর্পদ করে।

সুপদ পালের স্ত্রী প্রতিমা রাণী জানান, গত ৭ বছর আগে আমার ভাইয়ের সাথে বর্ণার বিয়ে হয়েছিল। এরপর গত এক বছর আগে মোবাইল ফোনে সম্পর্ক করে বর্ণা স্বামী তালাক দিয়ে রংপুর এলাকায় বিয়ে করে। এরপর থেকে তাদের মধ্যে শত্রুতার সৃষ্টি হয়। এরই জ্বের ধরে কৌশলে তাকে হত্যার চেষ্টা চালায়।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো: জহুরুল হক বলেন, এ ঘটনায় সুপদ পাল বাদি হয়ে শনিবার রাতে মামলা দায়ের করেছেন। আটক বর্ণা সরকারকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

(এসকেপি/এসপি/আগস্ট ০৯, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test