E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউণ্ডেশনের নেতৃবৃন্দ

২০২০ আগস্ট ০৯ ২৩:২৩:৩৮
সাতক্ষীরায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউণ্ডেশনের নেতৃবৃন্দ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার চারটি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে রোববার বিভিন্ন স্থান পরিদর্শণ করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউণ্ডেশনের সাতক্ষীরা জেলা শাখার সদস্যরা।

এমএসএফ এর সাতক্ষীরা শাখার সদস্য সচিব এ্যাড. মনিরউদ্দিন বলেন, সম্প্রতি মানবাাধিকার লঙ্ঘিত হওয়ার অভিযোগে রবিবার তারা শহরতলীর বাঁকাল জেলেপাড়া, দেবহাটার শিমুলিয়ার ইজিবাইক চালক মনিরুল হত্যা, কালিগঞ্জের মানবাধিকার কর্মী শম্পা গোস্বামীর প্রেরণা অফিস ভাঙচুর ও মারপিটের অভিযোগসহ আশাশুনির তেতুলিয়ায় কোহিনুর ও তার মেয়ে রোজিনার বাড়িতে তেতুলিয়া হামিইউছুনুর কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও গ্রামবাসির বর্বরোচিত হামলার ঘটনা জানতে তারা ঘটনাস্থলে যান। সেখানে যেয়ে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য, জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেন।

এ সময় তার সঙ্গে ছিলেন, সংগঠণের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক অ্যাড, আবুল কালাম আজাদ, মানবাধিকার কর্মী রঘুনাথ খাঁ, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, আলী নুর খান বাবুল, সাংবাদিক মুনসুর আলী।

(আরকে/এসপি/আগস্ট ০৯, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test