E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

তাড়াশে বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করার প্রতিবাদে শিক্ষকের শাস্তির দাবি

২০২০ আগস্ট ১৭ ১৭:৫৪:২০
তাড়াশে বঙ্গবন্ধুকে ব্যঙ্গ করার প্রতিবাদে শিক্ষকের শাস্তির দাবি

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ১৫ই আগষ্টে ওয়াশিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসেম বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ব্যাঙ্গাত্তি করার প্রতিবাদে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) দুপুরে তাড়াশ প্রেসক্লাব চত্বরে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ও সভাপতি আইয়ুবুর রহমান রাজনের সভাপত্বিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ গাজী ম.ম আমজাদ হোসেন মিলন, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সনজিত কর্মকার, তাড়াশ উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি শিক্ষক আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আসাব আলী কিরনসহ আরো অনেকেই।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ১৫ই আগষ্টে তাড়াশ উপজেলার ওয়াশিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসেম বঙ্গবন্ধুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে ব্যাঙ্গাত্তি করে। ওয়াশিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু হাসেম সরকারী চাকুরী করার পরেও তার ষড়যন্ত্র দেশের মানুষের প্রাণপুরুষ জাতীর জনককে নিয়ে ষড়যন্ত্রমুলক ব্যঙ্গ করায় তার দ্রুত শাস্তি দাবী করেন।

(এমএস/এসপি/আগস্ট ১৭, ২০২০)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test