E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবগঞ্জে উদ্দেশ্যমূলকভাবে জমি দখলের অভিযোগ 

২০২০ আগস্ট ২০ ১৬:৫৮:৪০
শিবগঞ্জে উদ্দেশ্যমূলকভাবে জমি দখলের অভিযোগ 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের আপসন বম্বপাড়ায় উদ্দেশ্যমূলকভাবে জমি দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের আপন দুই সহদর ভাইসহ ৪জনের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছে। 

থানার অভিযোগ সূত্রে জানা যায়, ১৮ আগষ্ট মঙ্গলবার সকাল অনুমান ১০ঘটিকার সময় আপসন বম্বপাড়ার নুর উদ্দীনের দুই ছেলে ইকবাল (২৫), আব্দুল ওয়াদুদ(৪০), মৃত সিরাজউদ্দীনের ছেলে আলমগীর(৫০) এবং ঐ গ্রামের আঃ সালামের ছেলে মহাতাব জোরপূর্বক বাদী আবু সাইদ ও তার আপন ভাই আবু তালেবের উত্তর বেলায় মৌজার ৪৪৩ নং দাগ ও ৬৬৩ খতিয়ানের ৭ শতাংশ সম্পত্তিতে অনাধিকারে প্রবেশ করে জমির চারপাশে টিনের বেড়া দিয়ে ঘিরে নেয় এবং বাদী পক্ষকে জীবননাশের হুমকি দেয়। কোন উপায় না পেয়ে আবু সাইদ বাদী হয়ে শিবগঞ্জ থানায় ১৯ আগষ্ট বুধবার একটি অভিযোগ দায়ের করে।

অভিযোগ বিষয়ে বাদী আবু সাইদ জয়যুগান্তরকে বলেন, আমার বড় ভাই আঃ ওয়াহেদ ১৫ বছর পূর্বে ঐ ৭শতাংশ জমি একই গ্রামের আঃ আজিজের নিকট থেকে ক্রয় করেন, পরবর্তীতে এ জমি আমাদের দুই ভাইকে লিখে দেয়। এটি আমাদের বৈধ সম্পত্তি।

১৫ বছর আগে ৭শতক জমি বিক্রেতা আঃ আজিজ বলেন, বাদীরা ঐ ৭শতাংশ জমির বৈধ মালিক, আমি বাদীর বড় ভাইয়ের কাছে ঐ জমি বিক্রয় করেছি, আমার ছোট ভাই তার অংশ অন্য জনের কাছে বিক্রি করলে বিবাদীরা এমন ঘটনা ঘটাচ্ছে বলে আমার ধারণা।

বিবাদী ইকবাল ও ওয়াদুদগংদের সরেজমিনে গিয়ে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(আর/এসপি/আগস্ট ২০, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test