E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'প্রত্যেকটা ওয়ার্ডে পঞ্চায়েত কমিটি করবো'

২০২০ আগস্ট ২৮ ২১:২৯:৫২
'প্রত্যেকটা ওয়ার্ডে পঞ্চায়েত কমিটি করবো'

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে মিটিং করে পঞ্চায়েত কমিটি করবো। ওই পঞ্চায়েতের মাধ্যমে এলাকা চলবে। কোনো মাস্তানকে মাস্তানি করতে দেয়া হবে না।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 'ডিএনডির ২২ লাখ মানুষকে পানিবন্দি থেকে মুক্তির জন্য ডিএনডির এ প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৎকালীন পরিকল্পনা (বর্তমানে অর্থ মন্ত্রী) মন্ত্রী মোস্তফা কামাল সাহেবকে দুপুরে খাবারের টেবিল থেকে জোর করে নিয়ে এসেছিলাম ডিএনডিবাসীর দুর্দশা দেখানোর জন্য।

এরপরে ডিএনডি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়। এটি সম্পূর্ণ বাস্তবায়ন হলে হাতিরঝিলের মতোই সুন্দর হবে এলাকাটি। এছাড়াও নারায়ণগঞ্জে লিংক রোডকে ৬ লেনে উন্নীতকরণের কাজ শুরু হয়েছে। সাড়ে ৪শ কোটি টাকা বাজেট ইতোমধ্যে পাশ হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে। চাষাড়া থেকে আদমজী রেলওয়ের জায়গায় ৪০ ফিট প্রস্থ রাস্তার কাজও খুব দ্রুত শুরু হবে। এখানেও প্রায় সোয়া কোটি টাকা বাজেট পাশ হয়েছে। এর পরে আমরা নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ ও একটি পাবলিক বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য কাজ শুরু করবো। আমি নারায়ণগঞ্জটাকে পরিপূর্ণ একটি আধুনিক শহরে রূপান্তরিত করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম প্রধান মন্টু কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএনডি প্রকল্পের পরিচালক লেফটেনেন্ট কর্নেল মো. মাশফিকুল আলম ভুইয়া, প্রকল্পের সমন্বয়ক মেজর সৈয়দ মোস্তাকীম হায়দার, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতি: মহাপরিচালক মোহাম্মদ আলী, নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ১০ নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, হুমায়ুন কবির প্রমুখ।

(ওএস/পি/আগস্ট ২৮, ২০২০ইং)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test