E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় বিপুল পরিমান ভারতীয় শাড়ীসহ তিন চোরাকারবারী আটক

২০২০ সেপ্টেম্বর ০১ ১৮:১৭:০৬
লোহাগড়ায় বিপুল পরিমান ভারতীয় শাড়ীসহ তিন চোরাকারবারী আটক

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া বাজার থেকে বিপুল পরিমান ভারতীয় শাড়ীসহ তিন চোরাকারবারীকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি পুলিশ)।

এ ঘটনায় মঙ্গলবার লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের এস আই মিল্টন কুমার দেবদাসের নেতৃত্বে এসআই নেওয়াজ মোর্শেদ, এএসআই জাহিদ, এএসআই ওবায়েদসহ একদল পুলিশ লোহাগড়া বাজারের বটতলা এলাকায় একটি সাদা রংয়ের প্রাইভেট কারে (ঢাকা মেট্রো-খ ১১১৭৭৫ ) তল্লাসী চালিয়ে ভারতীয় ১১৭ পিচ জামদানী শাড়ী উদ্ধার করে। উদ্ধারকৃত শাড়ির আনুমানিক মূল্য
প্রায় ৫ লক্ষ টাকা।

এ সময় ওই গাড়ীতে থাকা কুমিল্লার দেবীদ্বার উপজেলার চাঁপানগর গ্রামের নূরুল হকের ছেলে মনিরুল হক (৩৮), ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দিঘীর পাড় গ্রামের সৈয়দ আবু জাফরের ছেলে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সৈয়দ আবু জাহিদ (৪০) ও যশোর জেলার বেনাপোল এলাকার বড় আচড়া গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে প্রইভেট কার চালক মামুনুর রহমানকে (৩২) আটক করে এবং তাদের ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চুয়াডাঙ্গা জেলার শ্যামপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে আমিরুল ইসলাম সানি কৌশলে পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা পুলিশের এস আই মিল্টন কুমার দেবদাস আরও জানান, লোহাগড়া বাজারের শান্তি বস্ত্রালয়ের মালিক মানিক বিশ্বাস বেনাপোল থেকে ওই শাড়ী গুলো লোহাগড়া বাজারে আনছিল।

এ ঘটনায় জেলা ডিবি পুলিশের এসআই নেওয়াজ মোর্শেদ বাদী হয়ে মঙ্গলবার দুপুরে লোহাগড়া বাজারের শান্তি বস্ত্রালয়ের মালিক উপজেলার কামঠানা গ্রামের মানিক বিশ্বাসসহ ৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় মামলা
দায়ের করেছেন।

লোহাগড়া থানার অফিসার সৈয়দ আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদের আটকের চেষ্টা চলছে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test