E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটিয়ায় মুক্তিযোদ্ধা সংসদের শোক সভা

বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংশ করতে চেয়েছিল

২০১৪ আগস্ট ১৬ ১২:০৬:২৫
বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংশ করতে চেয়েছিল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী বলেছেন, দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে জাতির জনক বাঙ্গালী জাতির মুক্তির দিশারী হিসেবে কাজ করেছিলেন। তাই আমাদের একটি স্বাধীন দেশ পেয়েছি। কিন্তু স্বাধীনতার বিরোধীরা এখনো বঙ্গবন্ধুর হত্যাকারীদের নির্দেশে নানা ষড়যন্ত্রর চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের নতুন প্রজন্মকে এদের বিরুদ্ধে সজাগ হয়ে কাজ করার আহবান জানান তিনি। বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে গণতন্ত্রের ধারাবাহিকতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধবংশ করতে চেয়েছিল।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পটিয়া উপজেলা কমান্ডার উদ্যোগে শুক্রবার জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার চেযারম্যান মহি উদ্দীনের সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আকম শামসুজ্জমান চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবু জাফর চৌধুরী, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশীদ, দক্ষিন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক এম এ জাফর, চট্টগ্রাম বন্দর কতৃপক্ষ সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইমাম বক্স, পটিয়া উপজেলা ভাইস চেযারম্যান এয়ার মোহাম্মদ পেয়ারু, ধলঘাট ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ছালামত উল্লাহ মল্ল, জাপা নেতা ফেরদৌস চৌধুরী, উপজেলা সাব রেজিষ্ট্রার মুক্তিযোদ্ধা অশোক চন্দ্র ভৌমিক, গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুক, মুক্তিযোদ্ধা তপস দস্তিদার, সহকারী কমান্ডার মুক্তিযোদ্ধা মূনাল কান্তি বড়–য়া, মুক্তিযোদ্ধা যুগল সরকার, ব্যাংকার ফজল করিম, শেখ বদিউল আলম, মুক্তিযোদ্ধা রনজিত মিত্র, মুক্তিযোদ্ধা শেখ বদিউল আলম, মুক্তিযোদ্ধা শাহজালাল, মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন খান, আবুল কাশেম, নুরুল আবছার চৌধুরী, কামাল আহমদ, আ’লীগ নেতা দেবব্রত দাশ দেবু, প্রমুখ।

গৈড়লা উচ্চ বিদ্যালয় : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গত ১৫ আগষ্ট পটিয়ার গৈড়লা কে.পি. উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় শোক দিবস ও আলোচনা সভা বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্টিত হয়। শিক্ষক মুহাম্মদ জামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দি কক্স টুডে লি. এর চেয়ারম্যান বিশিষ্ট দানবীর বাবু লায়ন গোপাল কৃষ্ণ লালা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। আলোচনায় অংশ গ্রহণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ লোকমান, গৈড়লা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দীন, নারী নেত্রী নিলুফার জাহান বেবী, শিক্ষক বাবু টিটু বড়ুয়া, রাম কৃষ্ণ দে, সানোয়ারা বেগম ও বানী প্রভা দাশ।

সভা শেষে গরীব অসহায় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

(এনআই/এইচআর/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test