E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পর্বতারোহী রেশমা হত্যার বিচারের দাবিতে নড়াইলে প্রতিবাদ সভা

২০২০ সেপ্টেম্বর ১০ ২৩:৫২:২৩
পর্বতারোহী রেশমা হত্যার বিচারের দাবিতে নড়াইলে প্রতিবাদ সভা

নড়াইল প্রতিনিধি : ঢাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে নড়াইলের লোহাগড়া উপজেলার ধোপাদাহ গ্রামের মুক্তিযোদ্ধা আফজাল হোসেন শিকদার (বীর বিক্রম) এর কনিষ্ট কন্যা পর্বতারোহী ও শিক্ষক রেশমা নাহার রত্নাকে মাইক্রোবাস চাপা দিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে লোহাগড়ায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দ্রুত বিচারের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বৃষ্টিকে উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় এলাকাবাসীর উদ্যোগে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে উপজেলা চেয়ারম্যান এসএমএ হান্নান রুনুর সভাপতিত্বে ও সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক অধ্যাপক খান আমিরুল ইসলাম, অধ্যাপক কবির হোসেন, লক্ষীপাশা বাজার বনিক সমিতির সভাপতি বিএম লিয়াকত হোসেন, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সভাপতি সাংবাদিক খাইরুল আলম ও নিহতের বড় ভাই সেলিম শিকদার প্রমুখ। সমাবেশে বক্তারা রত্না হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। কর্মসূচী শেষে একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দ্রুত বিচারের দাবীতে একটি স্মারকলিপি প্রদান করা হয় ।

উল্লেখ্য, পর্বতারোহী, সাইক্লিষ্ট ও শিক্ষক রেশমা নাহার রত্না গত ৭ আগষ্ট সকালে ঢাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে সাইকেল চালানোর সময় মাইক্রোবাস চাপায় নিহত হয়। এ ঘটনায় ওই দিন নিহতের ভগ্নিপতি মনিরুজ্জামান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গাড়ীর চালক ব্যাংক কর্মকর্তা এসএম দারুস সালামকে আটক এবং মাইক্রোবাসটি জব্দ করে। সম্প্রতি আটক ব্যাংক কর্মকর্তা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি প্রদান করেছেন। আলোচিত মামলাটি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test