E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পত্নীতলার দিবর গ্রামে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

২০১৪ আগস্ট ১৬ ১৬:৪৩:১২
পত্নীতলার দিবর গ্রামে জমি নিয়ে সংঘর্ষ, আহত ১০

নওগাঁ প্রতিনিধি : শনিবার সকালে নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর দিয়ারা পাড়া গ্রামে বিবাদমান দু’পক্ষের মধ্যে ফের সৃষ্ট সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০জন নারী-পুরুষ গুরুত্বর আহত হয়েছে।

জানা গেছে, এদিন সকাল ৭টার দিকে গ্রামের কয়েশ উদ্দীনের নেতৃত্বে একদল লাঠিয়াল বাহিনী একই গ্রামের আজিমুদ্দীনের আমবাগানে প্রবেশ করে গাছপালা কাটতে থাকে ও বসত বাড়িতে তান্ডব চালাতে থাকে। এ সময় বাধা দিতে গেলে কয়েশ উদ্দীনের লাঠিয়াল বাহিনী জোর করে আজিমুদ্দীনের মেয়ে জামাই ও পক্ষের লোকজনের বাড়িতে প্রবেশ করে লুটপাট চালাতে থাকে। হামলাকারীরা মহিলা ও পুরুষদের ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ী ভাবে কোপাতে থাকে। আহতদের আত্মচিৎকারে আশ পাশের গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে প্রতিপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পরে ঘটনাস্থল থেকে গুরুত্বর জখম অবস্থায় আজিমুদ্দীন (৬০), মফিজুল (৪০), আকলাম (৩০), জিন্নাতুন (৩০), তাসলিমা (৫০), বেবী পারভীন (২১), রবিউল (২৫), কয়েশ উদ্দীন (৫৫), হযরত আলী (৩০), মনিজা বেগম (২৩) কে উদ্ধার করে পার্শ্ববর্তী সাপাহার হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ভর্তি অবস্থায় আজিম উদ্দীন, মফিজুল, বেবী পারভীন, তাসলিমা বেগম, কয়েশ উদ্দীন, হযরত আলী ও মনিজা বেগমের অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় তাদের তাৎক্ষনিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংবাদ পেয়ে পত্নীতলা থানা পুলিশ বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে হামলাকারীদের ফেলে যাওয়া প্রায় ৫ ফিট লম্বা একটি ধারালো অস্ত্র, হাসুয়া, লোহার রড, লাঠি ও একটি মোটরসাইকেলের হেলমেট উদ্ধার করেছে।
স্থানীয় লোকজন জানায়, ওই গ্রামের আজিমুদ্দীন গ্রামের রাস্তার পাশের একখন্ড জমি কিনে সেখানে আম বাগান তৈরি করে প্রায় ২০ বছর ধরে ভোগদখল করে আসছিল। গত ২১ জুলাই দুপুরে প্রতিপক্ষ একই গ্রামের কয়েশ উদ্দীন দিং পুর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল ভাড়াটিয়া লাঠিয়াল দিয়ে বাগান থেকে জোর পুর্বক আম পাড়তে থাকে। এ সময় বাধাদান করলে তারা সন্ত্রাসী কায়দায় আজিমুদ্দীনের বাড়িতে প্রবেশ করে পরিবারের লোকজন কে কুপিয়ে জখম ও ব্যাপক লুটপাট করে। এ ঘটনায় আজিমুদ্দীন বাদী হয়ে গত ১১ আগষ্ট পত্নীতলা থানায় প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় প্রতিপক্ষ কয়েশ উদ্দীন ও তার লোকজন বৃহস্পতিবার আদালত থেকে জামিন লাভ করে গ্রামে ফিরেই শনিবার আবারো হামলা চালায়।
(বিএম/এএস/আগস্ট ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test