E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদী-আগৈলঝাড়ায় অস্থিতিশীল পেঁয়াজের বাজার

২০২০ সেপ্টেম্বর ১৮ ১৮:৫৩:৩২
গৌরনদী-আগৈলঝাড়ায় অস্থিতিশীল পেঁয়াজের বাজার

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় প্রতিদিনই হু হু করে বেড়ে চলেছে পেঁয়াজের দাম। পেঁয়াজের দাম অস্বাভাবিক বৃদ্ধিতে ও বাজার নিয়ন্ত্রণহীন হয়ে ওঠায় চরম বিপাকে পড়েছেন সাধারন জনগন। নিয়ন্ত্রনহীন বাজারে প্রশাসনের মনিটরিংএ নেই কোন ভুমিকা।  

গৌরনদীর মোকাম টরকী বন্দর, বাটাজোর বাজার, মাহিলাড়া বাজার, আগৈলঝাড়া উপজেলা সদর বাজার, পয়সা মোকামসহ বিভিন্ন হাট-বাজারে শুক্রবার খুচরা বাজারে প্রতি কেজি পিয়াজ ৮০ থেকে ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পিঁয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা। প্রতিদিন এমন দাম বৃদ্ধিতে আর বাজার নিয়ন্ত্রণহীন হয়ে ওঠায় চরম বিপাকে পড়েছেন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষেরা। প্রতিদিন পিয়াজের বাজারে নিয়ন্ত্রনহীন হয়ে উঠলেও বাজার মনিটরিংএ প্রশাসনের নেই কোন ভুমিকা।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test