E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রংপুরে দুই বোনের মরদেহ উদ্ধার 

২০২০ সেপ্টেম্বর ১৮ ১৯:০৫:২৯
রংপুরে দুই বোনের মরদেহ উদ্ধার 

মানিক সরকার মানিক, রংপুর  : রংপুর মহানগরীর গণেশপুর এলাকার একটি বাসা থেকে স্কুল শিক্ষার্থী দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলো এসএসসি পরীক্ষার্থী সুমাইয়া আক্তার মীম (১৬) ও নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল মাওয়া (১৪)।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাদের নিজ বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়। সম্পর্কে তারা একে অপরের চাচাতো জ্যাঠাতো বোন।

এলাকাবাসী জানান, শুক্রবার দুপুরে ওই দুই ঘরের দরজা বন্ধ এবং ভেতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে তারা একটি ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় ফ্যানের সঙ্গে মীমের ঝুলন্ত লাশ। পরে পাশের ঘরের মেঝে পড়ে থাকতে দেখে মাওয়ার মরদেহ। মীম ওই এলাকার মোকছেদুল ইসলামের মেয়ে এবং মাওয়া মমিনুল ইসলামের মেয়ে। তারা দু’জনেই একই ঘরে থাকতো।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে উভয়ের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, মরদেহ দু’টির সুরতহাল তেরি করে ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা নেয়া হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২০)

পাঠকের মতামত:

০৬ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test