E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে আনারসের অগ্নিমূল্য 

২০২০ সেপ্টেম্বর ২৪ ১৪:২৫:০১
ঈশ্বরগঞ্জে আনারসের অগ্নিমূল্য 

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ঈশ্বরগঞ্জে জ্বরের প্রাদুর্ভাব দেখা দেয়ায় আনারসের বাজারে অগ্নিমূল্য বিরাজ করছে। উপজেলার সর্বত্র ঘরে ঘরে জ্বরের প্রকোপ থাকায় আনারসের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

উপজেলার বিভিন্ন হাটবাজারে ঘুরে দেখা যায় এক সপ্তাহ পূর্বে যে আনারস ৫০টাকায় বিক্রি হত সে আনারসের দাম তিনগুণ বেড়ে এখন ১শ ৫০টাকায় বিক্রি হচ্ছে।

ঈশ্বরগঞ্জ বাজারের আনারস ব্যবসায়ী রুহুল আমীন জানান, আনারসের মোকাম টাঙ্গাইল মধুপুরে আনারসের সরবাহ কম থাকায় এবং জ্বরের প্রকোপ বাড়ার কারণে বাজারে আনারসের এই অগ্নিমূল্য।

আনারস ক্রেতা জব্বার মিয়া বলেন, ইনফ্লুয়েঞ্জা জ্বরে আনারস খুবই উপকারী ফল। জ্বরের প্রচন্ডতার কারণে বাজারে সবাই আনারসের দোকানে ভীর করছে। এ সুযোগে মুনাফালোভী ব্যবসায়ীরা আনরসের দাম দিগুণ থেকে তিনগুণ বেশি দামে বেচাকেনা করছে। বিশেষ করে এসব অঞ্চলে আনারস না হওয়ায় অন্যসব এলাকা থেকে আনারস এনে চাহিদা পূরণ করতে হচ্ছে।

(এন/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test