E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নিজ কন্যাকে ধর্ষণকারী তইজারকে গ্রেফতারের দাবি

২০২০ সেপ্টেম্বর ২৪ ২০:০৬:১৫
নিজ কন্যাকে ধর্ষণকারী তইজারকে গ্রেফতারের দাবি

স্টাফ রিপোর্টার, রংপুর : নিজ কন্যাকে ধর্ষণকারী লম্পট বাবা তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের দাবিতে বৃহস্পতিবার রংপুরে মানব বন্ধন সমাবেশ ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল ১১ টায় হারাগাছ থানাধীন উত্তর ঠাঁকুরদাস এলাকাবাসীর উদ্যোগে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করে তারা।

এলাকাবাসীর পক্ষে সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক অধিকার আন্দোলনের আহবায়ক পলাশ কান্তি নাগ, সাংস্কৃতিক কর্মী নাসির হোসেন সুমন, সাংবাদিক সাইফুল্ল্যাহ খাঁন, নিপীড়ণ বিরোধী নারীমঞ্চের সদস্য সচিব সানজিদা আক্তার, সমাজকর্মী সালাউদ্দিন বাবু, গোলাপী বেগম, ধর্ষিতার মামা দেলোয়ার হোসেন, আশরাফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, নিজ কন্যাকে ধর্ষণের ঘটনায় আমরা হতবাক হয়েছি। আজ পিতার কাছে যদি কন্যা ধর্ষিত হয় তাহলে নারীদের নিরাপত্তা কোথায়? ঘরে-বাইরে কোথাও নারী নিরাপদ নয়। ক্রমবর্ধমান নারী-শিশু নির্যাতন, খুন-ধর্ষণ, মাদক-জুয়া, অপসংস্কৃতি-অশ্লীলতার ঘটনায় আজ মানুষের জীবন বিপন্ন। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের মদদ যোগাচ্ছে।

এই ধর্ষণের ঘটনায় গত ৮ সেপ্টেম্বর ২০২০ হারাগাছ মেট্রোপলিটন থানায় মামলা হলেও ধর্ষক আসামীকে গ্রেফতার করা হয়নি। উল্টো আসামী প্রভাবশালী মহলের ছত্রছায়ায় মামলাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

আসামীরা বাদী ধর্ষিতার মামা দেলোয়ার হোসেনকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে। তাই অবিলম্বে ধর্ষক তইজার রহমানকে গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। পরে এসব দাবি জানিয়ে পুলিশ কমিশনার আলীম উদ্দিন মাহমুদের কাছে স্মারকলিপি দেয়া হয়।

(এমএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test