E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাঙ্গাইলে লাহা ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা

২০২০ সেপ্টেম্বর ২৪ ২০:৪৭:০৭
টাঙ্গাইলে লাহা ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালিয়ে লাহা ফার্মা ইন্ডাস্ট্রিজকে(ইউনানী) এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬ হাজার ৭৩৪পিস রেজিস্ট্রেশন বিহীন ও মেয়াদ উর্ত্তীণ ওষুধ মজুদ রাখার দায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলামের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।

এ সময় র‌্যাব-১২, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রওশন আলী এবং সহকারী পুলিশ সুপার কিশোর রায় এর নেতৃত্বে একটি আভিযানিক দল উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম জানান, লাহা ফার্মা ইন্ডাস্ট্রিজ (ইউনানী)’র মালিক মো. শফিউর রহমান (৭০) দীর্ঘদিন যাবৎ মেয়াদ উত্তীর্ণ ও রেজিস্ট্রেশন বিহীন ওষুধ বাজারজাত করছিলেন। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাংলাদেশ ড্রাগস অ্যাক্ট ১৯৪০ এর ১৮(ক) ধারার (অ) (আ) (ই) উপধারায় অভিযুক্ত করে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা অর্থদন্ড আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ ও রেজিস্ট্রেশনবিহীন ওষুধগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।

(আরকেপি/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২০)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test