E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সান্তাহারে ‘বিপিয়ান’ এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

২০২০ সেপ্টেম্বর ২৫ ১৩:৫৮:৪৭
সান্তাহারে ‘বিপিয়ান’ এর উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই স্লোগানে বগুড়ার সান্তাহারে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শতাধিক বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। সান্তাহার বিপি উচ্চ বিদ্যলয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন আমরা বিপিয়ান এই কর্মসূচির আয়োজন করে।

আহবানে ছিলেন বিপিয়ান গ্রুপ রূপকার প্রভাশক মাসুদ রানা, আল-সায়াদ পারভেজ নাফিফ আরেফীন নিবিড়, সাংবাদিক রাকিবুল হাসান রাকিব, সাংবাদিক রাহুল পারভেজ জিসান,তানভীর রহমান তনু।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার ভৌমিক, বিপি উচ্চ বিদ্যালয়ের মানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য কানাই দেবনাথ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মানেজিং কমিটির সদস্য ডিএম দুলাল, পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, প্যানেল মেয়র জার্জিস আলম রতন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব জাহিদুল বারী, সিএনজি মালিক সমিতি সাধারণ সম্পাদক মতিউর রহমান টিটু, সান্তাহার সরকারি কলেজ সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দিন প্রামাণিক, উত্তম কুমার ভৌমিক, সপ্তক কুমার ভৌমিক, আতাউর রহমান।

(এস/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test