E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আমতলীতে জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন

২০২০ সেপ্টেম্বর ২৬ ১৬:০৩:৪২
আমতলীতে জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার আমতলী সদর ইউনিয়নের চলাভাঙ্গা মৌজায় তিন ফসলীয় জমিতে পাওয়ার গ্রিড কোম্পানী অব বাংলাদেশ লিঃ কর্তৃক ৫০ (পঞ্চাশ) একর জমি অধিগ্রহণ বন্ধের দাবিতে সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন করা হয়েছে।

শনিবার সকাল ১১ ঘটিকা থেকে ১২ ঘটিকা পর্যন্ত চলাভাঙ্গা বাজারে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। স্থানীয় কৃষক, ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধিসহ সহস্রাধিক লোক এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান মিলন মৃধা, ইউপি সদস্য হাবিবুর রহমান ও মুকুল বেগম প্রমুখ। বক্তারা চলাভাঙ্গা মৌজার পরিবর্তে টিয়াখালী মৌজা থেকে জমি অধিগ্রহণের প্রস্তাব করেন।

স্থানীয় কৃষক মোঃ নাসির, বাইজিদ ও আসমা বেগম জানান, “আমরা আমাদের জমিতে তিনবার ফসল ফলিয়ে জীবিকা নির্বাহ করি। আমাদের জমিটুকু নিয়ে গেলে আমদের পথে বসা ছাড়া কোন উপায় থাকবে না।” স্থানীয় কৃষকসহ সর্বস্তরের মানুষ তাদের তিন ফসলী জমি রক্ষার ব্যাপারে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

(এন/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test