E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কালিয়াকৈরে চলল অবৈধ ও ভ্রাম্যমান দোকান পাটের উচ্ছেদ অভিযান

২০২০ সেপ্টেম্বর ২৭ ১৪:০৩:৩৬
কালিয়াকৈরে চলল অবৈধ ও ভ্রাম্যমান দোকান পাটের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর বাজার রোডের প্রায় ২ শতাধিক ভ্রাম্যমান দোকান-পাট উচ্ছেদ করা হয়। এছাড়া এক কলা ব্যবসায়ীকে ২ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এতে ফুটপাত দখল মুক্ত হয়েছে কালিয়াকৈর বাজর ও মহাসড়ক।

ভ্রাম্যমান আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাস ষ্টেশন, কালিয়াকৈর বাসষ্টেশন থেকে সাহেববাজার বাইপাস, কালিয়াকৈর বাসষ্টেশন থেকে কালিয়াকৈর বাজার সড়কের দু-পাশে দখল করে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভ্রাম্যমান দোকান-পাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছে একটি মহল। আর ফুটপাত দখল ও দোকানপাট বসানো সুযোগ করে দিয়ে দোকানদারদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে একটি কু-চক্র। কিন্তু এসব ভ্রাম্যমান দোকানের জন্য ওই সড়কগুলোতে প্রায় প্রতিনিয়ত যানজট লেগেই থাকতো। মানুষের পায়ে হেটে চলাচলেও চরম দুর্ভোগ পোহাতে হতো।

যানজট নিরসন ও ভোগান্তি রোধে উপজেলা প্রশাসন শনিবার সকালে মাইকিং করে স্ব-স্ব দোকানদারদের তাদের দোকান ও মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেয়। কিন্তু কিছু মালিকরা তাদের দোকান সরালেও বেশির ভাগ দোকান একই অবস্থা থাকে। পরে দুপুরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন। অভিযান চালিয়ে এসব সড়কে থাকা প্রায় ২ শতাধিক ভ্রাম্যমান দোকান-পাট উচ্ছেদ করা হয়েছে। এছাড়াও অভিযানের পর পর ফুটপাতে দোকান বসানোর অপরাধে এক কলা ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে এসব সড়কে দোকানপাট আর না বসানোর জন্যও নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমান আদালতে আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আদনান চৌধুরী, গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী রাশেদুল হাসান, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী, কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদারসহ আরো উপজেলা প্রশাসন, কালিয়াকৈর থানা পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের লোকজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন জানান, উচ্ছেদ অভিযান চালিয়ে ভ্রাম্যমান দোকান-পাট উচ্ছেদ করা হয়েছে। এতে ফুটপাত মুক্ত হয়েছে কালিয়াকৈর বাজার ও সড়ক। তবে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

(আইএস/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test