E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে গণধর্ষণ মামলায় দুই আসামির স্বীকারোক্তি

২০২০ সেপ্টেম্বর ২৭ ১৪:৫৯:৩৭
গোবিন্দগঞ্জে গণধর্ষণ মামলায় দুই আসামির স্বীকারোক্তি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণের দায় স্বীকার করে গ্রেফতার দুই যুবক পৌর শহরের চাষক পাড়ার বাসিন্দা আনারুলের ছেলে শাহাদৎ হোসেন (২০) ও বোয়ালিয়া (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫) আদালতে জবানবন্দি দিয়েছে ।

গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট (চৌকি) আদালতের বিচারক পার্থ ভদ্র শনিবার রাতে জবানবন্দি গ্রহন শেষে উভয়কে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন জানান, শনিবার দুপুরের দিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি গ্রহণের আবেদনসহ ওই দুই যুবককে আদালতে উপস্থিত করা হয়। স্বীকারোক্তি গ্রহণ শেষে উভয়কে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাদেরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, শাহাদৎ হোসেন (২০) এক তরুনীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে ফরিদপুর থেকে বুধবার নিজ এলাকায় ডেকে নিয়ে আসে। এরপর শাহাদত ও তার কয়েকজন বন্ধু গত দুই দিন ধরে মেয়েটিকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে ওই তরুনী কৌশলে পালিয়ে এসে ঘটনাটি পুলিশকে জানায়।

পুলিশ জানায়, এ ঘটনায় শুক্রবার রাতে বিভিন্ন এলাকা থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে শাহাদৎ ও জাহাঙ্গীর স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অপর দুই যুবক পৌর শহরের থানা পাড়া ( কসাইপাড়া) মৃত ইউনুস আলীর ছেলে জাহিদ হাসান (৩০) ও নাচাই কোচাই গ্রামের আব্দুর রহমানের ছেলে জহুরুল সরকার (২৬)কে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

(এসআরডি/এসপি/সেপ্টেম্বর ২৭, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test