E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাটে নিখোঁজ শিক্ষক শফিকুলের সন্ধান ৬ বছরেও মেলেনি

২০১৪ আগস্ট ১৭ ১৪:২০:২৩
ধামইরহাটে নিখোঁজ শিক্ষক শফিকুলের সন্ধান ৬ বছরেও মেলেনি

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে দীর্ঘ ৬ বছরেও নিখোঁজ শিক্ষকের সন্ধান মেলেনি। সে জীবিত না মৃত এমন কোন সন্ধানই পুলিশ দিতে পারেনি।

জানা গেছে, উপজেলার রঘুনাথপুর গ্রামের শিক্ষক শফিকুল ইসলাম (৩৬) গত ৬ ফেব্রুয়ারি’০৮ তারিখ সকালে নিজ কর্মস্থল একই উপজেলার বলরামপুর দাখিল মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে জমি জমা সংক্রান্ত কাগজপত্র নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ শিক্ষকের পরিবার অনেক খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে তার স্ত্রী রাজিয়া সুলতানা বাদী হয়ে ধামইরহাট থানায় ৬ জুলাই’০৮ তারিখে জাহাঙ্গীর আলম, জহুরুল ইসলাম, রহমত আলী (হাতাই) কে আসামী করে ৩৬৪ ধারায় একটি মামলা দায়ের করেন। অপরদিকে নিখোঁজ শিক্ষকের মাতা মরিয়ম বেওয়া নওগাঁ কোর্টে পরদিন ৯ জুলাই’০৮ তারিখে ২৬৩/২৬৪/৩৪ ধারায় নিখোঁজ ব্যক্তির স্ত্রী রাজিয়া সুলতানা, মামুন,আব্দুর রহমান,আব্দুর লতিফ, রহমত আলী (হাতাই) কে আসামী করে ১২৮/০৮ নং আরেকটি মামলা দায়ের করেন। বর্তমানে উভয় মামলা আদালতে চলমান রয়েছে। এব্যাপারে ওই শিক্ষকের স্ত্রী রাজিয়া সূলতানা জানান, তার দায়েরকৃত মামলা বিষয়ে থানা পুলিশ কোর্টে গত ৬/০৭/২০০৮ ইং তারিখে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে নিখোঁজ শিক্ষক বিষয়ে কোন হদিস বের করতে পারেনি। পরবর্তীতে মামলার বাদী এ প্রতিবেদনের বিরুদ্ধে কোর্টে নারাজি দাখিল করলে কোর্ট মামলাটি তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করেন। সিআইডির পরিদর্শক নজরুল ইসলাম গত ৩০/০৯/২০১৩ ইং তারিখে কোর্টে পুলিশের তদন্ত প্রতিবেদনকে সঠিক ধরে একই রকম একটি প্রতিবেদন আদালতে দাখিল করেন। সিআইডি প্রতিবেদনের বিরুদ্ধে বাদী কোর্টে আবারও নারজি দাখিল করেছেন। এদিকে ধামইরহাট থানা পুলিশ নিখোঁজ শফিকুল ইসলাম হত্যা, গুম না নিরুদ্দেশ কোনটাই উদঘাটন করতে পারেনি। তবে এ ঘটনায় নিখোঁজ শফিকুল ইসলামের ভগ্নিপতি ইয়াছিন মহুরীকে পুলিশ দু’দিনের রিমান্ডে এনে ওই সময় জিজ্ঞাসাবাদ করে। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও নিখোঁজ শিক্ষকের সন্ধান না মেলায় ওই পরিবারের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের আশু পদক্ষেপ নেয়া জরুরী বলে অভিজ্ঞ মহল মত পোষণ করেছেন।
(বিএম/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test