E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনী মহাসমাবেশ

২০২০ অক্টোবর ০৩ ১৭:০০:৩৬
বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচনী মহাসমাবেশ

নাটোর প্রতিনিধি : উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তর সমবায় সমিতি নাটোরের বড়াইগ্রামের ‘বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’ এর পরিচালনা পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ নভেম্বর। এই নির্বাচনকে সামনে রেখে দুইটি প্যানেলের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। 

শুক্রবার বিকেলে উপজেলার বনপাড়া খ্রিস্টান মিশন হল রুমে বাবলু-মহাবীর-কাকলী-অনিল-শান্ত-ইউজিন পরিষদের নির্বাচনী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পরিষদের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী মহাসমাবেশে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কেন্দ্রীয় কমিটির সভাপতি মিলন গমেজ। সমাবেশে বক্তব্য রাখেন, চেয়ারম্যান পদপ্রার্থী বাবলু রেনেতোস কোড়াইয়া, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মহাবীর গমেজ, সেক্রেটারী পদপ্রার্থী কাকলী রোজারিও, যুগ্ম সেক্রেটারী অনিল পিউরিফিকেশন, ম্যানেজার পদপ্রার্থী শান্ত পালমা, কোষাধ্যক্ষ ইউজিন ছেড়াও, ক্রেডিট কমিটির সভাপতি পদপ্রার্থী সেন্টু পল কস্তা ও সেক্রেটারী পদ্মিনী কস্তা, পরিচালক বোর্ড এর সদস্য পদপ্রার্থী অমর ডি কস্তা সহ অন্যান্য প্রার্থীগণ।

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম ভিত্তিক নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি বাবু কোড়াইয়া, আমরুস কস্তা, পিটার রীবেরু, সুবাস পেরেরা, সান্টু পিরিচ, শংকর রোজারিও, বাবু বিশ্বাস, অর্জুন কোড়াইয়া, ঢাকাস্থ কমিটির সভাপতি আলেকজান্ডার কস্তা, উত্তরবঙ্গ খ্রিস্টান বহুমুখী সমবায় সমিতির সাবেক সেক্রেটারী দুলাল রিচার্ড ক্রুশ, ঢাকাস্থ বনপাড়া খ্রিস্টান সমবায় সমিতির চেয়ারম্যান দিপঙ্কর কস্তা প্রমূখ।

মহাসমাবেশে বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের আট শতাধিক সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন। এই নির্বাচনে অপরপক্ষে অংশ নিচ্ছে সুব্রত-প্রদীপ-শিল্পী-সানি-কাজল-আনন্দ পরিষদ।

(এডিকে/এসপি/অক্টোবর ০৩, ২০২০)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test