E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৫ জনের তালিকা প্রস্তুত

কালিগঞ্জে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক দিতে শিশু কল্যাণ বোর্ড গঠণ

২০২০ অক্টোবর ০৬ ২১:৫১:২৬
কালিগঞ্জে উদ্ধার হওয়া নবজাতককে দত্তক দিতে শিশু কল্যাণ বোর্ড গঠণ

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গোলখালি শ্মশানের পাশে একটি গাছে বাজারের ব্যাগে ঝুলিয়ে রাখা নবজাতককে দত্তক নিতে সোমবার থেকে মঙ্গলবার  সকাল ১০টা পর্যন্ত ২৯ জন আবেদন করেছেন।  কে হবেন ওই দত্তক দম্পত্তি তা নিয়ে মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাঁচ সদস্যের শিশু কল্যাণ বোর্ড পর্যালোচনা সাপেক্ষে পাঁচ জনের তালিকা প্রস্তুত করে এ  দায়িত্বপ্রাপ্ত সাতক্ষীরা সদর সহকারি জজ আদালতে (শিশু আদালত) পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার কাঁকশিয়ালী নদীর তীরে গোলখালি শ্মশানের পার্শ্ববর্তী একটি গাছে ঝালানো বাজার করার ব্যাগ থেকে স্থানীয়রাা কান্না শুনতে পেয়ে কয়েক ঘণ্টা আগে জন্ম নেওয়া এক নব জাতককে উদ্ধার করে পুলিশের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নবজাতক পুরুষ সন্তানটি সুশ্রী হওয়ায় তার নাম রাখা হয় মহারাজ।

বর্তমানে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে সেবা শ্রশ্বাস করা হচ্ছে। এরই মধ্যে ওই শিশুটিকে হিসাবে পাওয়ার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল শিক্ষক, চিকিৎসক, পুলিশ কর্মকর্তাসহ ২৯ জন মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আবেদন জানিয়েছেন। সকাল ১১টায় এনিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে পাঁচ সদস্য বিশিষ্ঠ শিশু কল্যাণ বোর্ড গঠণ করা হয়। বোর্ডের সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, সদস্য সচীব উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মূকর্তা অর্ণা চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামছুন্নাহার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন।

দত্তক নেওয়ার জন্য যে সমস্ত শর্ত নির্ধারণ করা হয়েছে সেগুলো হলো,(১) দত্তক গ্রহীতাকে ওই শিশুর নামে ৩০ হাজার টাকা এফডিআর করতে হবে।(২) পৌরসভার বাইরে হলে কৃষি জমি ৫০ শতক ও পৌরসভার মধ্যে হলে ১০ শতক জমি তার নামে লিখে দিতে হবে।(৩) কমপক্ষ্যে অনার্স পর্যন্ত পড়াশুনা করাতে হবে। (৪) তÍ সকল ধরণের চিকিৎসা সেবা দিতে হবে।(৫) তার সকল অধিকার নিশিবচত করতে হবে।(৬) যে দত্তক নেবে সে তার জীবনে আর কাউকে দত্তক নিতে পারবে না।(৭) স্বামী ও স্ত্রী উভয় মিলে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। (৮) সর্বোপরি শিশু কল্যাণ বোর্ড যে কোন সময় শর্ত আরোপ করতে পারবে।

কালিগঞ্জ উপজেলা সমবায় কর্তকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মধ্যম পর্যায়ের একজন সরকারি কর্মকর্তাকে দত্তক দেওয়ার সিদ্বান্ত নিয়ে পাঁচজনের তালিকা করে বুধবার সাতক্ষীরার শিশু বিষয়ক আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশ পেলে দু’ এক দিনের মধ্যে আইনি প্রক্রিয়ায় শিশু কল্যাণ বোর্ড দত্তক প্রদানের বিষয়টি চুড়ান্ত করবে। তবে যে পাঁচজনের তালিকা প্রস্তুত করা হয়েছে তাদের নামের তালিকা জানাতে অপারগতা প্রকাশ করলেও একজন অতিরিক্ত জেলা প্রশাসক এ তালিকায় রয়েছেন বলে তিনি নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/অক্টোবর ০৬, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test