E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

২০১৪ আগস্ট ১৭ ১৬:৩৩:৩২
নওগাঁয় চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় চালককে হাত-পা বেধে হত্যার পর সিএনজি চালিত অটোরিক্সা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম জিয়াউর রহমান ওরফে জিরু (৩৫)। তিনি রাজশাহীর কেশরহাট পৌর এলাকার মৃত লুৎফর রহমানের পুত্র এবং এক সন্তানের জনক।

রবিবার সকাল ৯টার দিকে মান্দা উপজেলার দেলুয়াবাড়ি দাখিল মাদ্রাসার অদুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের পশ্চিম পাশে বুড়ির বিলের একটি পটলক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠিয়েছে। হাত-পা বেধে শ্বাসরোধ করে চালককে হত্যার পর সিএনজিটি ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয়রা জানান, রবিবার সকালে ওই মাঠে ধানের জমিতে কাজ করতে গিয়ে নয়ন নামে একব্যক্তির পটলক্ষেতে তারা লাশটি দেখতে পান। পরে পুলিশকে সংবাদ দেয়া হলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী শিল্পী বিবি জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সিএনজি চালানোর কথা বলে স্বামী জিয়াউর রহমান বাড়ি থেকে বেরিয়ে যান। মোবাইলফোন না থাকায় পরবর্তীতে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয় নি। রবিবার সকালে সংবাদ পেয়ে মান্দা থানায় এসে স্বামীর লাশ সনাক্ত করেন তিনি। সিএনজি অটোরিক্সার মালিক রুহুল আমিন জানান, শনিবার বিকেল ৫টার দিকে রাজশাহী শহর থেকে একজন নারী রোগিসহ দুইজন যাত্রী নিয়ে বাগমারা উপজেলার দামনাশ বাজারের উদ্দেশ্যে রওনা দেন। কেশরহাট এসে বদলি চালক জিয়াউরকে সব বুঝিয়ে দিয়ে তিনি সেখানে নেমে পড়েন। তিনি আরো জানান, দামনাশ বাজারে যাত্রীদের নামিয়ে দিয়ে বগুড়ায় সিএনজি গ্যাস উঠানোর কথা ছিল তার। কিন্তু মোবাইলফোন ব্যবহার না করায় পরবর্তীতে জিয়াউরের অবস্থান সর্ম্পকে আর জানা যায় নি। ঘটনায় নিহতের স্ত্রী শিল্পী বিবি বাদি হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
(বিএম/এএস/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test