E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে তরুণীর শ্লীলতাহানি, ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে এজাহার

২০২০ অক্টোবর ১১ ২৩:২৮:১৬
আশাশুনিতে তরুণীর শ্লীলতাহানি, ছাত্রলীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে এজাহার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামে এক তরুনীর শ্লীলতাহানি ঘটিয়েছে কয়েকজন বখাটে যুবক। তারা এ ঘটনা নিয়ে থানা পুলিশ করলে আরও বিপদ হবে বলেও হুমকি দিয়েছে।

নির্যাতিত তরুনী এ বিষয়ে আশাশুনি থানায় ছয়জনের একটি এজাহার দিয়েছেন। এরা হলেন সাকিববিল্লাহ, রায়হানউদ্দিন খোকা, আল আমিন মোড়ল,মো. শুভ, মামুন হোসেন বাবু ও মজনু সরদার। তবে পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

থানায় দেওয়া এজাহারে তিনি উল্লেখ করেন যে গত শুক্রবার বিকালে তিনি চাচার মোটর সাইকেলের পেছনে বসে সাতক্ষীরা আসছিলেন। এ সময় কাপসন্ডা স্কুলের কাছে কয়েকজন বখাটে যুবক তাকে গাড়ি থেকে নামিয়ে জাপটে ধরে । তাকে বিয়ে করতে হবে বলে জানায় সাকিব বিল্লাহ নামের এক যুবক। তারা তার কাপড় চোপড় টেনে হেঁচড়ে ছিড়ে ফেলে। এমনকি ষ্পর্শকাতর স্থানে হাত দেয়। তিনি জানান লজ্জাকর অবস্থায় পড়ে তিনি দৌড়ে পালিয়ে যান। পরপরই তিনি আশাশুনি থানায় যেয়ে একটি এজাহার দিয়েছেন। পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

অভিযোগ করে তিনি আরও বলেন খাজরা ইউপির ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সাকিব বিল্লাহ, রায়হানউদ্দিন খোকা ও আলামিনসহ ছয়জন বখাটে এই ঘটনা ঘটায়। তিনি এর বিচার দাবি করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান ওই তরুনী একটি এজাহার দিয়েছেন। আমরা যাচাই বাছাই করছি। অভিযোগ সঠিক হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

জানতে চাইলে সাকিব বিল্লাহর ভাই খাজরা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লাকি বিল্লাহ বলেন ‘এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি’। অপরদিকে আশাশুনি উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হক জানান ‘অভিযোগ সঠিক হলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করবো’।

(আরকে/এসপি/অক্টোবর ১১, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test