E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অনলাইনে ডাটা প্রেরণ বিষয়ে শিক্ষকদের কর্মশালা

২০২০ অক্টোবর ১২ ১৬:৪৪:০৬
অনলাইনে ডাটা প্রেরণ বিষয়ে শিক্ষকদের কর্মশালা

মাগুরা প্রতিনিধি : মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে আজ সোমবার প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড, কেন্দ্র থেকে ওএমআর স্ক্যান করে অনলাইনে ডাটা প্রেরণ এবং ওএমআর স্ক্যানার ক্রয়ের অনুদানের চেক হস্তান্তর বিষয়ে শিক্ষকদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোল্যা আমির হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও পরিচালক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

অনুষ্ঠানে কিভাবে প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড করতে হয়, স্ক্যান করা ও ডাটা প্রেরণ সম্পর্কে ১৯৩ টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিদের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করা হয়। এ সময় ১০টি ওএমআর স্ক্যানার ক্রয়ের জন্য ৩ লক্ষ্য টাকা অনুদান প্রদান করা হয়।


(ডিসি/এসপি/অক্টোবর ১২, ২০২০)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test