E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন 

২০২০ অক্টোবর ১৩ ১৬:৪৩:২১
দেশব্যাপী গণধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে গোবিন্দগঞ্জে মানববন্ধন 

গোবিন্দগঞ্জ (গোবিন্দগঞ্জ) প্রতিনিধি : গোবিন্দগঞ্জসহ দেশব্যাপী  গণধর্ষণ, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধে মৃত্যুদন্ড আইন বাস্তবায়ন ও সামাজিক সুরক্ষাসহ অপরাধীদের বিশেষ ট্রাইবুনালে বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর শহরের থানা চারমাথা মোড়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এমএ মতিন মোল্লা, উপজেলা জেএসডি’র সভাপতি আইয়ুব হোসেন সরকার, বাসদের উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক, কৃষক নেতা মমতাজ আলী প্রধান, সিপিবি নেতা আল মামুন মোবারক, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক শাহ আলম সাজু, সমাজসেবক আলতাফ হোসেন, যুবমৈত্রী নেতা আশরাফুল ইসলাম, শিক্ষক আতিকুল ইসলাম আতিক, মাওলানা হেলালুর রহমানও মোস্তাফিজার রহমান প্রমুখ ।

বক্তরা বলেন, দ্রুত বিচার কার্যকর না করায় যৌন হয়রানির মতো অপরাধগুলো দিন দিন বৃদ্ধি পেয়ে সামাজিক ব্যধিতে পরিণত হচ্ছে। তাই সারা দেশে গণধর্ষণ ও নারীদের ওপর সহিংসতায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইবুনালের মাধ্যমে অপরাধীদের মৃত্যুদন্ড কার্যকর করার দাবি জানান বক্তারা।

(এসআরডি/এসপি/অক্টোবর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test