E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ইলিস সংকটের মধ্য দিয়ে ইলিশ রক্ষার অবরোধ শুরু!

২০২০ অক্টোবর ১৩ ১৭:১১:৩৬
ইলিস সংকটের মধ্য দিয়ে ইলিশ রক্ষার অবরোধ শুরু!

অমল তালুকদার, বরগুনা : মঙ্গলবার মধ্যরাত থেকে ২২ দিনের অবরোধ শুরু হলো। অবরোধের আগে সকল জেলে ও মৎস্য ব্যবসায়ীদের ধারণা ছিল শেষ দিকে কিছুটা হলেও ইলিশ হবে এবং খানিকটা অভাব পুষিয়ে নেবে ।কিন্তু গত দু'সপ্তাহ ধরে বরগুনা পটুয়াখালী সহ দক্ষিণ উপকূলে জেলেদের জালে আশানুরূপ ইলিশ মেলেনি।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি বরগুনার পাথরঘাটা অফিস সূত্রে জানানো হয়েছে গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে পাঁচ ভাগের এক ভাগ ইলিশ মিলেছে জেলেদের জালে।

পাথরঘাটা পাইকারি মৎস্য বাজার বিএফডিসির চেয়ারম্যান নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার নুরুল আমিন জানান,২০১৯-২০ অর্থবছর ২৬ লাখ ৬৫ হাজার ৭৫৯ মে:টন ইলিশ এখানে অবতরণ করা হয়েছে এবং বিক্রি করা হয়েছে। জুলাই থেকে জুন মোট বিক্রি হয়েছে ১শ ৩৭ কোটি ৪৭লাখ ১১হাজার ৬শ টাকা। যার রাজস্ব আয় হয়েছে ১কোটি ৭১লাখ ৮৩হাজার ৮৯৫টাকা। অপরদিকে২০২০-২১চলোমান অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬লাখ ১৬হাজার ৩২ কেজি ইলিশ মাছ এই বিএফডিসি ঘাটে অবতরণ হয়েছে এবং বিক্রি হয়েছে।,যার বিক্রির দাম হয়েছে ৩৩কোটি২৪লাখ ৮৮হাজার ৪শ টাকা। যেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে ৪১ লাখ ৫৬ হাজার ১০৫টাকা।

১৩ অক্টোবর মঙ্গলবার পাথরঘাটা পাইকারি মৎস্য বাজার বিএফডিসি ঘাটে ঘুরে দেখা গেছে, সকল জেলে এবং মৎস আরদ তাদের চোখে-মুখে হতাশার ছাপ লেগে আছে।

কোটি কোটি টাকা অনেক আরতদার খরচ করেছে দাদন দিয়েছে কিন্তু আশা অনুরূপ মাছ মিলেনি এই সিজনে। একই অবস্থায় যারা ট্রলার বাজার সদায় রসদ দিয়ে গভীর সমুদ্রে যাত্রা করে দিয়েছিলেন ; সেখান থেকে জেলেরা এক রকম শূন্য হাতে ফিরে এসেছেন ঘাটে।

চরম এক অনিশ্চয়তার মধ্য দিয়ে শুরু হলো এই অবরোধ ।এখন সরকার যদি এইসব জেল এবং তাদের পরিবার পরিজনের দিকে নজর না দেন; তাহলে এদের চরম সংকটে পড়তে হবে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।

(এটি/এসপি/অক্টোবর ১৩, ২০২০)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test