E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ধর্ষকদের শাস্তি বৃদ্ধি পাওয়ায় বরিশালে ছাত্রলীগের র‌্যালি

২০২০ অক্টোবর ১৪ ১৭:৪৯:৫৭
ধর্ষকদের শাস্তি বৃদ্ধি পাওয়ায় বরিশালে ছাত্রলীগের র‌্যালি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যু দন্ডের বিধান করে মন্ত্রীসভায় সংশোধিত আইনের খসড়া অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে র‌্যালি-সমাবেশ করেছে জেলার উজিরপুরের শিকারপুর সরকারী শেরই-বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলমের নির্দেশনায় বুধবার বেলা সাড়ে এগারটায় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস থেকে র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিকারপুর বন্দরে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহামুদ আউয়াল খাঁন, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মৃধা, রফিক বিশ্বাস, ছাত্রলীগ নেতা জুলমত সরদার, আলআমিন রাঢ়ী, রিয়াদ মল্লিক, নীলা ইসলাম, পিঙ্কি আক্তার ও জয় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ধর্ষক কোন দলের নয়। তাই ধর্ষণকারী কিংবা যৌণ নিপীড়নকারীদের সঠিক বিচারের দাবী জানানভ।

(টিবি/এসপি/অক্টোবর ১৪, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test