E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পাথরঘাটার জনবান্ধব ইউএনওর বিদায়

২০২০ অক্টোবর ১৫ ১৬:৪১:৩৭
পাথরঘাটার জনবান্ধব ইউএনওর বিদায়

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটা উপজেলা নিবার্হী অফিসার হুমায়ুন কবির পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়ায় পাথরঘাটা প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার১৫ অক্টোবরসকাল ১০টায় পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি তরিকুল ইসলাম রেজা, সিনিয়র সাংবাদিক ও পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি চৌধুরী মোহাম্মদ ফারুক, সাংবাদিক অমল তালুকদার, জাকির হোসেন খান, জাফর ইকবাল, ইমাম হোসেন নাহিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা নির্বাহি অফিসার হুমায়ুন কবির সংবর্ধনার জবাবে বলেন , দীর্ঘদিন আপনাদের মাঝে ছিলাম।
আপনারা আমাকে সহযোগিতা করছেন সর্বতোভাবে এ জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি পাথরঘাটা প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের প্রতি। আমার প্রতিষ্ঠিত উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন রেখে গেলাম।

আপনারা ওই বিদ্যালয়টির প্রতি নজর দিবেন খেয়াল রাখবেন। আমি বিশ্বাস করি এটি একটি সুন্দর শিক্ষাঙ্গন হবে।
আমি চলে যাচ্ছি বলে পাথরকাটাকে এবং আপনাদেরকে ভুলে যাব; এমনটি নয়। আমার স্থলে যিনি আসছেন; তিনিও অনেক যোগ্য দক্ষ এবং তিনিও আপনাদেরকে পজিটিভলি দেখবেন। আপনাদের সঙ্গে নিয়েই তিনিও সকল কাজ করবেন।

উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন,করোনাকালে ব্যবসায়ীরা হয়তো তার প্রতি মন ক্ষুন্ন হয়েছেন; কিন্তু অত্র অঞ্চলের মানুষের জীবনের কথা ভেবে তিনি অনেক শক্ত অবস্থানে ছিলেন। তাঁর শুরু করা অসমাপ্ত কাজগুলো পাথরঘাটার মানুষ সমাপ্ত করবে এবং আপনার ভাল কাজ গুলির প্রতি অবিচল দৃষ্টি রাখবে তারা,তাহলেই আপনাকে ভালোবাসা হবে, আপনার প্রতি শ্রদ্ধা দেখানো হবে।

আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট জাবির হোসেন বলেন, অনেক কাজে রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের কথাও উপেক্ষা করেছেন এই নির্বাহি অফিসার। সেজন্য দুঃখ নেই ।আমি তাকে শ্রদ্ধা জানাই ।কারণ তিনি ভাল কাজ গুলি করেছেন। একজন সৎ এবং দক্ষ অফিসার হিসেবে তাকে আমরা আজকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানাতে পারছি এটি একটি দৃষ্টান্ত পাথরঘাটার জন্য।

প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন,আমরা একজন জনবান্ধব অফিসারকে দীর্ঘ ৩টি বছর সঙ্গে পেয়েছি। আজ তার বিদায়বেলায় উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানাচ্ছি। তিনি যেখানেই থাকেন পাথরঘাটা সাংবাদিকদের কথা মনে রাখবেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পাথরঘাটা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমিন সোহেল।

অনুষ্ঠানের শুরুতে নির্বাহি অফিসার কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয় এবং সভাশেষে প্রেসক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়।

(এটি/এসপি/অক্টোবর ১৫, ২০২০)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test