E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

১ ঘন্টার ইউএনও হলেন স্কুলছাত্রী 

২০২০ অক্টোবর ১৬ ১৭:৫৬:৫৩
১ ঘন্টার ইউএনও হলেন স্কুলছাত্রী 

আমতলী (বরগুনা) প্রতিনিধি : কন্যা শিশু দিবস উপলক্ষে এক স্কুল ছাত্রী এক ঘন্টার জন্য হলেন তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। 

বৃহস্পতিবার সকালে ইউএনওর কার্যালয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান দশম শ্রেণির ওই ছাত্রী সাহিদা খান জেসিকার কাছে এক ঘন্টার প্রতীকী ইউএনওর দায়িত্ব হস্তান্তর করেন। এই এক ঘন্টার জন্য তার অধীনস্থ হয় উপজেলার সকল কর্মকতা কর্মচারীরা। পরে ফুলেল শুভেচ্ছা জানানো হয় তাকে।

সাহিদা খান জেসিকা প্রতীকী দায়িত্ব নিয়েই তালতলী উপজেলাকে নারী ও শিশু বান্ধব করতে ও শিশু অধিকার সুরক্ষায় একটি শিশু সুরক্ষা দল গঠনের সুপারিশমালা তুলে ধরেন। পরে তিনি বলেন, শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এছাড়াও তালতলীতে শিশুদের জন্য একটি শিশু পার্ক, মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার প্রস্তাব দেন। পাশাপাশি নিজের স্বপ্নের কথাও বলেন এই এক ঘণ্টার ইউএনও।

শিশুর সাথে শিশুর তরে’ বিশ্ব গড়ি নতুন করে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কন্যা শিশু দিবস উপলক্ষে নারীর ক্ষমতায়নের জন্য বে-সরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করেন কোষ্টাল বেইজড ডেভেলপমেন্ট প্রজেক্ট-সিবিডিপি। পরে এক আলোচনা সভায় নারীর প্রতি সহিংসতা বন্ধ, বাল্যবিয়ে রোধসহ করণীয় বিষয় তুলে ধরেন বক্তারা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তালতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খাইরুল ইসলাম, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান, ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারি, আবুল বাশার বাদশা তালুকদার ও সিবিডিপির নির্বাহী পরিচালক সাংবাদিক জাকির হোসেন মিরাজ প্রমুখ।

এক ঘন্টার ইউএনওর সকল প্রস্তাবনা বাস্তবায়নের ঘোষণা দিয়ে ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, নানাভাবে বঞ্চনার শিকার হচ্ছেন নারী ও শিশুরা। এমন এক ঘণ্টার জন্য নয়, আজকের শিশুরাই আগামীতে দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। এজন্য পরিবার এবং সমাজকে দায়িত্ব নিতে হবে।

(এন/এসপি/অক্টোবর ১৬, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test