E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাস্তা সংস্কার দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ

২০১৪ আগস্ট ১৭ ২১:২৭:৩২
রাস্তা সংস্কার দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নগরপাড়া-ইছাখালী ও নড়াইপুর-চনপাড়া রাস্তা সংস্কার দাবিতে রবিবার দুপুরে এলাকার অটোরিকশাচালক ও বিক্ষুব্ধ জনতা রূপগঞ্জ-ডেমরা-কালীগঞ্জ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় কয়েক স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল করা হয়। সাত দিনের মধ্যে রাস্তা সংস্কার কাজ শুরু না হলে আরো বড় কর্মসূচি দেয়া হবে বলে অটোরিকশাচালকরা ঘোষণা দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরপাড়া-ইছাখালী ও নড়াইপুর-চনপাড়া রাস্তা সংস্কার দাবিতে রবিবার দুপুরে সাড়ে ৭শ অটোরিকশা চালক ও শত শত বিক্ষুব্ধ জনতা ডেমরা-রূপগঞ্জ-কালীগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে দুই ঘণ্টাব্যাপী রাস্তা অবরোধ করে রাখে। এসময় উত্তেজিত জনতা কয়েক স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে দফায় দফায় বিক্ষোভ মিছিল বের করে।

অবরোধে অংশ নেয়া অটোরিকশা চালকরা জানান, আগামী সাত দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আরো বড় ধরনের কর্মসূচি দেয়া হবে।

এলাকাবাসী জানান, এক যুগ ধরে নগরপাড়া-ইছাখালী সড়কের সংস্কার কাজ বন্ধ রয়েছে। আড়াই কিলোমিটার রাস্তায় প্রায় ৭শ গর্ত রয়েছে। অটোরিকশা, রিকশা তো দূরের কথা বৃষ্টি হলে সাধারণ মানুষের চলা দায়। এ রাস্তা সংস্কার দাবিতে এলাকাবাসী বিভিন্ন সময় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও রাস্তায় ধান গাছের চারা লাগিয়ে অনশন করেছে। এদিকে নড়াইপুর-চনপাড়া রাস্তারও বেহাল দশা। এ রাস্তার বিভিন্ন স্থানে গর্ত আর গর্ত।

(ওএস/এইচআর/আগস্ট ১৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test