E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

প্রধানমন্ত্রী পুলিশকে আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন : পলক

২০২০ অক্টোবর ১৭ ১৯:০৯:২৪
প্রধানমন্ত্রী পুলিশকে আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন : পলক

সিংড়া (নাটোর) প্রতিনিধি : তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদে পলক বলছেনে, নারী নির্যাতন, ধর্ষণের অভিযোগসহ যে কোন ধরনরে জরুরী প্রয়োজনে গত তিন বছরে ৯৯৯ নম্বরে ২ কোটি ১৬ লক্ষ ফোন কল এসছে। পুলিশ জেগে থাকে বলেই বাংলাদশের জনগণ ঘুমাতে পারে। এই জন্যই প্রধানমন্ত্রী শখে হাসিনা পুলিশকে আধুনিকায়ন করতে যুগান্তকারী পদক্ষপে নিয়েছেন। ইতোমধ্যে ১ হাজার থানাকে ফাইবার অপটিক্যাল ক্যাবলের আওতায় আনা হয়ছে। দুটি থানায় অনলাইন জিডির ব্যবস্থা করা হয়ছে।

শনিবার সকাল ১১ টায় নাটোরের সিংড়ায় উপজেলা পরিষদ চত্বরে সিংড়া থানার আয়োজনে বিট পুলশিং সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলনে, সামাজিক অপরাধের বিরুদ্ধে পুলিশ ও জনগণ একসাথে কাজ করলে দেশ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব। শুধু অপরাধীর শাস্তি নয়, অপরাধ নির্মূল করাই আমাদরে লক্ষ্য। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শখে হাসিনা ধর্ষেণের সাজা মৃত্যুদন্ড করার অনুমোদন দিয়েছেন যা আগামী সংসদীয় অধিবেশনে সকল সংসদ সদস্যদের র্সবসম্মতক্রিমে পাশ হবে।

সিংড়া থানার অফিসার ইনর্চাজ নূর-এ-আলম সদ্দিকী'র সভাপতিত্বে এসময় অন্যান্যরে মধ্যে উপস্থিত ছিলেন উপজলো পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম, পৌরসভার মেয়র জান্নাতুল ফরেদৌস, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী প্রমুখ।

(এম/এসপি/অক্টোবর ১৭, ২০২০)

পাঠকের মতামত:

২৮ অক্টোবর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test