E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে সাংসদ ইকবাল হোসেন অপুর নেতৃত্বে শেখ রাসেলের জন্মদিন পালন

২০২০ অক্টোবর ১৮ ১৫:১৮:৫৬
শরীয়তপুরে সাংসদ ইকবাল হোসেন অপুর নেতৃত্বে শেখ রাসেলের জন্মদিন পালন

স্টাফ রিপোর্টার : আজ ১৮ অক্টোবর জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ট সন্তান শেখ রাসেলের ৫৭তম জন্মদিন। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।

শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শরীয়তপুরের আওয়ামী পরিবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে আজ শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু দিবসের প্রথম প্রহরে শনিবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে (১৮ অক্টোবর ) শরীয়তপুর জেলা শহরের চৌরঙ্গীস্থ্য তার নিজ কার্যালয়ের সামনে শরীয়তপুর-ঢাকা সড়কে ৫৭টি মোমবাতি প্রজ্বলন করেন এবং জন্ম দিনের কেক কেটে কর্মসূচির শুভ সূচনা করেন। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের শত শত নেতা কর্মী সড়কের দু'পাশে বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তুলেন।

এ সময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, জে আ'লীগ সদস্য ও জেলা আইনজীবী মসমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, পৌরসভা আ'লীগের সভাপতি জাহাংগীর মৃধা, সহ-সভাপতি কাজী নজরুল ইসমাম, খলিলুর রহমান, শংকর প্রসাদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র বাচ্চু বেপারী, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ সালাম, যুবলীগ নেতা বিল্লাল হোসেন দিপু, হোসেন সরদার, জাহাংগীর হোসেন, ছাত্রলীগ নেতা রাশেদুজ্জামান সহ অনেক নেতা-কর্মী

এ সসয় এক সংক্ষিপ্ত বক্তব্যে সাংসদ ইকবাল হোসেন অপু বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি মোশতাক-জিয়া- ফারুখ-রশীদ চক্রের নির্মম নিশানা থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ট পূত্র শেখ রাসেল। রাসেলের পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাতা ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল সহ পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে নিষ্ঠুরভাবে ঘাতকচক্র শিশু রাসেলকেও হত্যা করেছিল। মৃত্যুকালে রাসেল ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের সেই অপচেষ্টা শতভাগ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে ভালবাসার নাম। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশুদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে গ্রাম-গঞ্জ-শহর তথা বাংলাদেশের বিস্তীর্ণ জনপদ-লোকালয়ে শেখ রাসেল আজ এক মানবিক সত্তায় পরিণত হয়েছেন। মানবিক চেতনা সম্পন্ন সব মানুষ শেখ রাসেলের মর্মান্তিক বিয়োগ বেদনাকে হৃদয়ে ধারণ করে বাংলার প্রতিটি শিশু-কিশোর তরুণের মুখে হাসি ফোটাতে আজ প্রতিশ্রুতিবদ্ধ।

সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ১৫ আগষ্ট হত্যাকান্ডের ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত অবশিষ্ট পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার জন্য জোর দাবি তুলেন।

(কেএনআই/এসপি/অক্টোবর ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test