E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজারহাটে বসুনিয়া স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতায় দূরন্ত চিতা চ্যাম্পিয়ন

২০২০ অক্টোবর ১৮ ১৫:৫৩:৫৪
রাজারহাটে বসুনিয়া স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতায় দূরন্ত চিতা চ্যাম্পিয়ন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নে মুজিব জন্ম শতবর্ষ উদযাপনে তিস্তা নদীতে মরহুম ইসমাইল বসুনিয়া স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

তিনদিন ব্যাপী তিস্তা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ খেলা দেখতে হাজার হাজার মানুষের ঢল নামে। এই খেলায় পঙ্খীরাজ, রাজলক্ষ্মী, দুরন্ত চিতা, পাগলা বাবা, মায়ের দোয়া, একতা এক্সপ্রেস, শেরে বাংলা, সীমান্ত এক্সপ্রেস ও মহাজোট সহ ৯টি দল অংশগ্রহন করে।

১৭ অক্টোবর শনিবার ফাইনাল খেলার প্রতিযোগীতা দুপুর হতে সন্ধ্যা পর্যন্ত এই চলে। এতে দুরন্ত চিতা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, রানার্স আপ একতা এক্সপ্রেস ও তৃতীয় স্থান অধিকার করে শেরে বাংলা। এর আগে মরহুম ইসমাইল বসুনিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী।

অপরদিকে শনিবার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলে দেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক আলহাজ্ব এডভোকেট রুহুল আমিন দুলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুস সালাম চাষী, নজরুল ইসলাম বসুনিয়া প্রমুখ।

মরহুম ইসমাইল বসুনিয়া স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার সার্বিক তত্তাবধায়ন ও পুরুস্কার বিতারনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাইজুল ইসলাম।

(পিএম/এসপি/অক্টোবর ১৮, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test