E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘সহোদর ভাই আমাকে ও আমার চাচাকে জিম্মি করেছে’

২০২০ অক্টোবর ১৮ ২৩:২১:২৯
‘সহোদর ভাই আমাকে ও আমার চাচাকে জিম্মি করেছে’

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ‘আমাকে ও আমার চাচা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছে আমার সহোদর ভাই যুবদলের সাবেক সহসভাপতি আলতাফ হোসেন। তিনি আলতাফ হোসেনের কবল থেকে পারিবারিক সম্পত্তি আইনানুগভাবে উদ্ধারে সহযোগিতা কামনা করেন’ এই অভিযোগ করে সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মশু এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন।

রবিবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন মশু বলেন, তিনি তার ভাই আলতাফ হোসেনের দাপটে পৈতৃক বাড়ি দেবহাটা উপজেলার পারুলিয়ায় অবস্থান করতে পারছেন না। আলতাফ হোসেন সম্পত্তির লোভে তাদের পিতা লুৎফর রহমানকেও কয়েকবার হত্যার চেষ্টা চালান। এমনকি এখনও কারো সাথে বিরোধ বাধলেই পিস্তল উঁচু করে ভয় দেখান।

সংবাদ সম্মেলনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আরও বলেন, আমার পৈর্তৃক ৩ বিঘা জমি আমার সহোদর ভাই আলতাফ ও শাফায়েত নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। এছাড়া আরও কিছু জমি আমার অজান্তে অন্যত্র বন্ধক দিয়েছে। এসব জমি বন্টননামা না হওয়া সত্ত্বেও তারা তা বিক্রি করার পায়তারা করছে।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, স্থানীয়ভাবে পারিবারিক মুরব্বিদের নিয়ে কয়েকদফা আলোচনা করেও সমস্যার সমাধান করা যায়নি। তারা আমার ও আমার চাচাকে নানাভাবে হয়রানি করছে। নিরাপত্তা চেয়ে চাচা মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান আইজিপির কাছে আবেদন করেছেন। এ বিষয়ে পুলিশ দুই পক্ষকে ডাকলেও তারা সেখানে হাজির হয়নি।

অভিযোগ করে তিনি আরও বলেন, আলতাফ হোসেন বিএনপি সরকার আমলে ধর্মীয় লেবাস পরে ত্রাস সৃষ্টি করে নোড়ার চক এলাকার কয়েক হাজার বিঘা জমি ভোগদখল শুরু করেন। এখনও তিনি সেই দখলে রয়েছেন। তিনি একজন অবৈধ অস্ত্রধারী উল্লেখ করে মোশাররফ হোসেন মশু বলেন, তার বিরুদ্ধে দেবহাটা থানায় মামলা রয়েছে।

তিনি অভিযোগ করে আরও বলেন, নিজেদের রক্ষার জন্য আলতাফ ও শাফায়েত আমার ও আমার চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের ভূয়া তথ্য দিয়েছেন।

(আরকে/এসপি/অক্টোবর ১৮, ২০২০)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test