E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নোয়াখালীতে পারিবারিক কলহে অগ্নিদগ্ধ ৫, আটক ১

২০২০ অক্টোবর ১৯ ২৩:১২:২৮
নোয়াখালীতে পারিবারিক কলহে অগ্নিদগ্ধ ৫, আটক ১

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সদরে পারিবারিক কলহে পেট্রোল ঢেলে অগ্নিদগ্ধের ঘটনায় ৫ জন আহত হয়েছে। দগ্ধ ৩ জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। অপরদিকে, আহত আরো ২ জন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) উপজেলার রাম হরিতালুক গ্রামে এই ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধরা হচ্ছেন, অগ্নিসংযোগকারী কামাল উদ্দিন, তার সৎ মা আসমা বেগম, প্রতিবেশি তারেক, সুমন ও মান্না।
সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, রাম হরিতালুক গ্রামের ইসমাইল হোসেনের প্রথম স্ত্রীর মৃত্যুর পর আসমা বেগমকে তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর সাথে ইসমাইলের প্রথম স্ত্রীর ছেলে মেয়েদের বনিবনা না হওয়ায় কিছুদিন আগে তারা বাড়ি ছেড়ে চলে যায়। সোমবার ইসমাইলের বড় ছেলে কামাল উদ্দিন ওই বাড়িতে গেলে সৎ মায়ের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘরের একটি কক্ষে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন কামাল। এ সময় কামালসহ কক্ষে থাকা তার সৎ মা ও প্রতিবেশিরা দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে ২৫০ নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য আসমা, কামাল ও তারেককে ঢাকায় স্থানান্তর করা হয়।

পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় অগ্নিসংযোগকারী কামালের শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এস/এসপি/অক্টোবর ১৯, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test