E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাবতলীতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে

২০১৪ আগস্ট ১৮ ১১:৪৭:৫১
গাবতলীতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট চলছে

বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে শ্রমিক লীগ নেতা মামুনকে ফেনসিডিলসহ গ্রেফতার করায় ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করছে উপজেলা শ্রমিক লীগ।

সোমবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। ফলে বাস-ট্রাক, সিএনজি অটোরিকশাসহ ইঞ্জিনচালিত যানবহন চলাচল বন্ধ রয়েছে। এতে তিনটি উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মামুন গাবতলী উপজেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য। শ্রমিক নেতাদের দাবি গ্রেফতার মামুনকে মুক্তি ও ডিবি পুলিশের এসআই সুমনকে অপসারণ করলে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হবে। রবিবার রাতে গাবতলী উপজেলার তিনমাথা মোডে এক সভায় উপজেলা শ্রমিক লীগ সভাপতি জাকিউল হাসান শাপলা এ পরিবহন ধর্মঘটের ঘোষণা দেন।

গাবতলী উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক অটল মিয়া জানান, শ্রমিক লীগ নেতা মামুনকে মুক্তি ও গ্রেফতারকারী ডিবি পুলিশ কর্মকর্তা সুমনকে অপসারণ করতে হবে। এ দাবি না মানলে পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।

এ বিষয়ে গাবতলী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক খান জানান, একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার মুক্তির জন্য পরিবহন ধর্মঘট ডেকেছে শ্রমিক লীগ নেতারা। এ পরিবহন ধর্মঘট তেমন প্রভাব ফেলেনি। জনজীবন স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, ‘কাউকে জেলহাজতে পাঠানোর পর পুলিশ তাকে মুক্তি দিতে পারে না। কোনো আসামির মুক্তি আদালতের বিচারকের রায়ের ওপর নির্ভর করে।’

প্রসঙ্গত, শনিবার উপজেলার দাড়াইল বাজার এলাকায় নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ শ্রমিক লীগ নেতা মামুনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

(ওএস/এইচআর/আগস্ট ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test