E Paper Of Daily Bangla 71
Rabbani_Goalanda
Transcom Foods Limited
Mobile Version

শিরোনাম:

মাগুরায় ৫৮৭ টি মন্ডপে দুর্গোৎসব

২০২০ অক্টোবর ২০ ১৬:২৩:৩০
মাগুরায় ৫৮৭ টি মন্ডপে দুর্গোৎসব

মাগুরা প্রতিনিধি : বৃহস্পতিবার ৬ষ্ঠী পূজার মধ্য দিয়ে সারাদেশে শুরু হচ্ছে দুর্গোৎসব । করোনার এই মহামারির মধ্যে এবার জেলায় অন্য বারের অতুনায় সীমিত আকারে হবে পূজা উৎসব । তবে এবার থাকছে না মেলা,পটকা ফোটানো বা আলোজসজ্জা । জেলা পূজা উদযাপন পরিষদ এবার করোনাকালীন সময়ে দিয়েছে নানা বিধি নিষেধ । মন্ডপে আগত প্রত্যেক দর্শনার্থী কে মাস্ক পরিধান বাধ্যতামুলক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হয়েছে । 

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু জানান, প্রতি বছর জেলায় দুর্গোৎসব একটু ধুমধামে করা হয় । এ উৎসবে সবাই মাঝে তৈরি হয় সেতু বন্ধন । সবাই সামাজিক সৌহার্দ্যের সাথে একে অপরের সাথে মিলিত হয় । এতে সবার মাঝে তৈরি হয় ঐক্য । এবার জেলায় ৫৮৭ টি মন্ডপে দুর্গোৎসব হবে । তার মধ্যে পৌরসভাসহ সদরে ২১৫টি,শ্রীপুরে ১৩৪টি,মহম্মদপুরে ১১৪টি ও শালিখায় ১২৪টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে । তিনি আরো জানান, এবার করোনা মহামারিতে জেলায় স্বল্প পরিসরে পূজা হবে । প্রত্যেক দর্শনার্থীকে মাস্ক পরিধান করে মন্ডপে প্রবেশ করতে হবে । পাশাপাশি প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে ।

(ডিসি/এসপি/অক্টোবর ২০, ২০২০)

পাঠকের মতামত:

০৬ ডিসেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test