E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে জলাবদ্ধতায় আমন চাষ নিয়ে উদ্বিগ্ন কৃষক

২০১৪ আগস্ট ১৮ ১৩:১০:১৮
রায়পুরে জলাবদ্ধতায় আমন চাষ নিয়ে উদ্বিগ্ন কৃষক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : টানা বর্ষণের ফলে সৃষ্ট পানি প্রবাহে খাল ভরাট হয়ে জলাবদ্ধতা সৃষ্টির হয়েছে। এ কারণে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। আশপাশের খালগুলো ভরাট করে ফেলায় ক্ষেতে কয়েকদিন ধরে পানি জমে থাকায় কৃষকরা আমনের চারা রোপন করতে পারছেন না।

কৃষকরা ১৫-২০ দিন আগে আমনের চারা রোপন করলেও টানা বর্ষণে তা পানিতে তলিয়ে পঁচে গেছে। এতে চলতি বছর আমন উৎপাদনে লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিনের ভারী বর্ষণে রায়পুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড, উপজেলার বামনী ও কেরোয়া ইউনিয়নে সম্পূর্ণ এবং চরপাতা, সোনাপুর ইউনিয়নের আংশিক আবাদী জমি পানিতে তলিয়ে রয়েছে। এসব এলাকায় শাকসবজি ও পেঁপে গাছ বেশি ক্ষতিগ্রন্ত হয়। জলাবদ্ধ এলাকায় প্রায় অর্ধেক জমিতে আমনের চারা রোপন করা হয়েছে। তাও এসব ক্ষেতে সোমবার পর্যন্ত হাটু পরিমাণ পানি জমে রয়েছে। এ অবস্থায় প্রায় দুই হাজার হেক্টর জমিতে আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। প্রভাবশালী ব্যক্তিরা উপজেলার বিভিন্ন স্থানে পানি উন্নয়ন বোডের্র খাল দখল করে বাঁধ ও রাস্তা নির্মাণ করার কারণে সামন্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয় বলে অভিযোগ স্থানীয় কৃষকদের।

রায়পুর উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ বামনী ইউনিয়নে জলাবদ্ধতার কথা স্বীকার করে জানান, এখন প্রায় অর্ধেক জমি অনাবাদী রয়েছে। তবে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তারা।

দক্ষিণ কেরোয়া গ্রামের কৃষক আবদুর মোতালেব জানান, গত ৪-৫ বছর ধরে বৃষ্টি হলে জলাবদ্ধতা তৈরি হয়। এতে সঠিক সময়ে আমনের চারা লাগানো যায় না। পানি প্রবাহের খাল ভরাট হয়ে যাওয়ার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরম উদাসীন।

(এমআরএস/এইচআর/আগস্ট ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test