E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু 

২০২০ অক্টোবর ২২ ২৩:৩৬:২৩
গলাচিপায় ধান কাটা নিয়ে সংঘর্ষে আহত কৃষকের মৃত্যু 

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) : গলাচিপায় ধান কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত  এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার ভোর ৪টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গলাচিপা উপজেলার চর ওহাবের কাসেম মৃধা(৪৫) মারা যান।

গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চর ওহাব গ্রামে বুধবার আধা পাকা ধান কাটতে যায় ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার মুজিব নগর ইউনিয়নের আলমগীর ডাক্তার ও রব মাঝির নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শতাধিক লাঠিয়াল। এসময় গলাচিপা উপজেলার চর ওহাবের কৃষক কাসেম মৃধা নিজের ফলানো ফসল রক্ষায় বাঁধা দিলে দুই পক্ষের সংঘর্ষে ১৫/১৬ জন অহত হয়েছে।

গলাচিপা উপজেলার কাসেম মৃধা (৪৫), সবুজ মৃধা (২১), বাবুল হাওলাদার (৪২), সোলেমান মৃধা (২৮) সহ ১০/১২ জন এবং চর ফ্যাশনের ৫/৬ জন আহত হয়। গুরুতর আহত ৪ জনকে গলচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য তিন জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শেবাচিমে গেলে আশংকাজনক অবস্থায় কাসেম মৃধা ও বাবুল হাওলাদারকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

গলাচিপা উপচেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বলেন, পূর্ব চরবিশ্বাস মৌজার চর ওহাবে প্রায় পৌনে পাঁচশ একর জমি বিভিন্ন কৃষকের রেকর্ডীয় যা গলাচিপা থানার সীমানার মধ্যে রয়েছে। কিন্তু চর ফাশন উপজেলা মুজিবনগর ইউনিয়নের সংঘবদ্ধ একটি ভূমিদস্যু চক্র গায়ের জোরে প্রতিবছর জমির ফসল লুট করে নিয়ে যায়।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, চর বিশ্বাসে ধান কাটা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত কাসেম মৃধা নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনার মামলা প্রকৃয়াধীন।

(এসডি/এসপি/অক্টোবর ২২, ২০২০)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test