E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন বন উপমন্ত্রীর

২০২০ অক্টোবর ২৫ ১৭:২২:৩৮
বাগেরহাটে দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন বন উপমন্ত্রীর

বাগেরহাট প্রতিনিধি : বন, পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার বাগেরহাটের মোংলা ও রামপাল উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

রবিবার সকালে তিনি হিন্দু সম্প্রদায়ের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের করতে তার নির্বাচনি এলাকা রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপে উপস্থিত হন।

এসময়ে তিনি প্রতিটি মন্ডপে পূজারীদের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ সমঅধিকার ভোগ করছে। ধর্ম যার যার- উৎসব সবার, এভাবে এদেশের মানুষ এখন সম্প্রিতির মধ্যে ধর্মীয় উৎসব পালন করছে। এসময় তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় অনুষ্ঠান পালনের আহবান জানান।

বন উপমন্ত্রীর দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ^াস, রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মোংলা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়দেব পাল প্রমুখ নেতৃবৃন্দ।

উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার তার ব্যাক্তিগত তহবিল থেকে দুই উপজেলার দূর্গাপূজা মন্ডপে নগত অর্থ সহায়তা প্রদান করেন।

(এসএকে/এসপি/অক্টোবর ২৫, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test