E Paper Of Daily Bangla 71
Rabbani_Goalanda
Transcom Foods Limited
Mobile Version

বড়াইগ্রামে জলিল স্মৃতি গেইট নির্মাণের নির্দেশ দিলেন এমপি কুদ্দুস

২০২০ অক্টোবর ২৮ ১৫:৪০:১৭
বড়াইগ্রামে জলিল স্মৃতি গেইট নির্মাণের নির্দেশ দিলেন এমপি কুদ্দুস

অমর ডি কস্তা, নাটোর : নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেছেন, বড়াইগ্রামের প্রয়াত আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল জলিল প্রামানিক শুধু একজন নেতাই ছিলেন না, তিনি ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের অভিভাবক, একজন সার্থক কান্ডারী। বড়াইগ্রামের আওয়ামীলীগ রাজনীতিতে তার অবদান যুগে যুগে স্মরণীয় হয়ে থাকবে।‌ এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রয়াত আব্দুল জলিল প্রামাণিকের স্মরণে বড়াইগ্রাম পৌর সীমানার প্রবেশদ্বারে একটি স্মৃতি গেইট ও বিদ্যালয় ভবনের নাম করন করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের। 

মঙ্গলবার বিকেলে নাটোরের বড়াইগ্রামের মৌখাড়া বাজার প্রাঙ্গণে প্রয়াত নেতা আবদুল জলিল প্রামানিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বক্তব্যকালে এই নির্দেশ দেন তিনি। বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী'র সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মিজানুর রহমান মিজান ও বড়াইগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল বাচ্চু'র সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি কে এম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও বনপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য মাজেদুল বারী নয়ন প্রমুখ বক্তব্য রাখেন। ‌

এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা আওয়ামীলীগের মানব-সম্পদ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।

(এডিকে/এসপি/অক্টোবর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

০৫ ডিসেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test