E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

২০২০ অক্টোবর ২৮ ১৮:৪২:০২
বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের সকল সেশনের পরীক্ষা দ্রুত নিশ্চিত করার জন্য ডিপ্লোমা অধ্যায়নরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবী আদায়ের লক্ষে মানববন্ধন ও র‌্যালী সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বুধবার বেলা ১১টায় নগরীর সদর রোডে বরিশালের সকল পলিটেকনিক শিক্ষার্থীদের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষার্থী যুবায়ের আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষার্থী লুৎফর রহমান, রাকিবুল ইসলাম মিরাজ, সৈয়দ ইয়াসিন, মো. রাফসান, অপু ভট্টাচার্য, জাহিদ, ইমরান, সাব্বির মৃধা, সামিয়া রহমান ও মো. রাসেল প্রমুখ।

এসময় শিক্ষার্থীরা বলেন, দেশে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই চলছে তাহলে স্বাস্থ্যবিধি মেনে কেন পরীক্ষা নেওয়া যাবে না। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে অসহায় শিক্ষার্থীদের একটি কর্মস্থলে ফিরে আসার সুযোগ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি দাবী জানান শিক্ষার্থীরা। পরে নগরীতে একটি র‌্যালী করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীসহ শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

(টিবি/এসপি/অক্টোবর ২৮, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test