E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

এমপি নূরুজ্জামান বিশ্বাসকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা 

২০২০ অক্টোবর ২৯ ১৯:১২:৩৪
এমপি নূরুজ্জামান বিশ্বাসকে অভিনন্দন জানালেন বিএনপি নেতা 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পাবনা-৪ আসনের সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার নবাগত এমপি ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাসকে অভিনন্দন জানিয়েছেন। 

বৃহস্পতিবার দুপুরে বিএনপি নেতা সিরাজ সরদার জনাব বিশ্বাসের বাসভবনে স্বশরীরে উপস্থিত হয়ে উপ-নির্বাচনে নূরুজ্জামান বিশ্বাস বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালে নবাগত এমপি ঈশ্বরদী ও আঘোরিয়ার সকল উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন।

জনাব বিশ্বাস এসময় বলেন, নির্বাচনে এলাকার মানুষ দল, মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাই দলীয় বিবেচনায় নয়, এলাকার সার্বিক উন্নয়নে আমি সকলের সহযোগিতা চাই।

এসময় সিরাজ সরদার বলেন, এলাকার উন্নয়নের উপর স্থানীয় জনগোষ্টির অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের ভাগ্য নির্ভরশীল। সেজন্য সার্বিক উন্নয়ন কর্মকান্ডে নূরুজ্জামান বিশ্বাসকে তিনি সর্বাত্মক সহযোগিতা দানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ রশীদুল্লাহ এসময় উপস্থিত ছিলেন।

(এসকেকে/এসপি/অক্টোবর ২৯, ২০২০)

পাঠকের মতামত:

০২ ডিসেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test