E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জানমালের নিরাপত্তার দাবিতে জামালপুরে রিকশা শ্রমিকদের মানববন্ধন 

২০২০ অক্টোবর ৩১ ১৭:২৭:৩৬
জানমালের নিরাপত্তার দাবিতে জামালপুরে রিকশা শ্রমিকদের মানববন্ধন 

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর শহরের বিভিন্ন পয়েন্টে অতর্কিত হামলা ও ছিনতাই বেড়ে যাওয়ায় নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে রিকশা শ্রমিকরা।

শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের দয়াময়ী মোড়ে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ওই ইউনিয়নের আহ্বায়ক বিশ্বজিৎ দেব রাজনের সভাপতিত্বে বক্তব্য দেন ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য সুমন আদিত্য, জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি মো. আমির উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. সৈয়দ ইউনুস আলী, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক এডভোকেট আনছার আলী, রিকশা শ্রমিক রমিজ উদ্দীন, দানেছ আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, জামালপুর শহরে হঠাৎ করেই ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই রিকশা-ভ্যান ছিনতাই হচ্ছে। গত শনিবার (২৪ অক্টোবর) রাত ১১ টা থেকে ৩ পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে সংঘবদ্ধ ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রিকশা শ্রমিকসহ নিম্নআয়ের ছয় ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়। এসব ব্যক্তিদের শরীরে ক্ষুর মেরে আহত করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ পরদিন সকালে ৪ জন ছিনতাইকারী গ্রেফতার করলেও বিশেষ মহলের চাপে তাদের ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া শহরে ইতোমধ্যেই ঘটেছে রিকশা শ্রমিককে খুন করে রিকশা ছিনতাইয়ের ঘটনাও।

বক্তারা ওই ছিনতাইকারীদের পুনরায় গ্রেফতারসহ রাতবিরেতে পথচারী ও রিকশা শ্রমিকদের নিরাপত্তার দাবি জানান স্থানীয় প্রশাসনের প্রতি।

(আরআর/এসপি/অক্টোবর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test