E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহানবীকে অবমাননার প্রতিবাদে কটিয়াদীতে মানববন্ধন 

২০২০ অক্টোবর ৩১ ১৭:৫৭:৩৬
মহানবীকে অবমাননার প্রতিবাদে কটিয়াদীতে মানববন্ধন 

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ফ্রান্সের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে কিশোরগঞ্জের কটিয়াদীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ইমাম ও উলামা পরিষদ, কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন হাজার-হাজার তৌহিদী জনাতা।

মানববন্ধনে বক্তারা ব্যঙ্গচিত্র অপসারণ, ফ্রান্সের পণ্য বয়কট, জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব জ্ঞাপন সহ ফ্রান্সের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। তারা আরোও বলেন, যতদিন পর্যন্ত মহানবীকে অবমাননার দৃষ্টান্তমূলক বিচার না হবে তৌহিদী জনতা বিক্ষোভ-আন্দোলন চালিয়ে যাবে।

শনিবার সকাল থেকে কটিয়াদী উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিগণ খন্ড খন্ড মিছিল নিয়ে সমবেত হতে থাকে কটিয়াদী বাসস্ট্যান্ডে। পরে সর্বস্তরের হাজারো তৌহিদী জনতার একটি বিশাল মিছিল কটিয়াদী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।

(ডিডি/এসপি/অক্টোবর ৩০, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test