E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে ৬ জামায়াত কর্মী  কারাগারে

২০১৪ আগস্ট ১৮ ১৮:১৫:৪৫
নাটোরে ৬ জামায়াত কর্মী  কারাগারে

নাটোর প্রতিনিধি : পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ,অস্ত্র লুট সহ সরকারি কাজে বাধা ও যুবলীগ নেতা খুনের মামলায় নাটোরে জামায়াত সমর্থক ৬ কর্মীকে কারাগারে পাঠানো হয়।

সোমবার নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট- ৩ আদালতের বিচারক নাদিরা সুলতানা এই নির্দেশ দেন ।

আদালত সূত্রে জানা যায়, সোমবার দুপুরে মামলার চার্জশীটভূক্ত পলাতক আসামী শাহাদত হোসেন, আব্দুর রহিম, মোহাম্মদ বাবলু, আজম আলী, ফিরোজ আহমেদ ও আনিছুর রহমান আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। অন্য দিকে রাষ্ট্র পক্ষে জামিনের বিরোধীতা করেন । উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালতের বিচারক নাদিরা সুলতানা জামিন আবেদন না মঞ্জুর করে সবাইকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নির্দেশের পরপরই তাদের আদালত থেকে বিশেষ নিরাপত্তায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারী আবুল কালাম আজাদ বলেন, মামলায় জামায়াত-শিবিরের অনেক নেতা কর্মীকে আসামি করা হলেও এই ৬ জনের দলীয় কোন পদ নেই।

উল্লেখ্য, যুদ্ধাপরাধ ট্রাইবুন্যাল গত বছর ২৮ ফেব্রুয়ারী জামাত নেতা দেলোওয়ার হোসেন সাঈদীর মামলার রায় ঘোষণার পর পরই নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান গ্রামে জামায়াত সমর্থকরা কর্তব্যরত টহল পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নি সংযোগ, অস্ত্র লুট, কদমচিলান ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খায়রুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এসময় তারা পুলিশকে মারপিট করে তিনটি রাইফেল ও একটি শর্টগান ও আটশ’ রাউন্ড গুলি লুট করে। এ ঘটনায় ওইদিন লালপুর থানায় ৮৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২ হাজার ৭৪৫জনের নামে লালপুর থানায় দুটি মামলা দায়ের করা হয়।

তদন্ত শেষে ইতিমধ্যে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার দুপুরে লালপুর উপজেলার কদমচিলান গ্রামের ৬ আসামি আদালতে হাজির হয়। নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট- ৩ আদালতের জিআরও ( উপপরিদর্শক ) আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

(ওএস/এটিআর/আগস্ট ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test