E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় আলফ্রেড সরেনের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

২০১৪ আগস্ট ১৮ ১৮:২১:৫১
নওগাঁয় আলফ্রেড সরেনের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি : আদিবাসী নেতা আলফ্রেড সরেনের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সোমবার দুপুরে নওগাঁয় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। নওগাঁর আদিবাসী নেতা আলফ্রেড সরেনের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জাতীয় আদিবাসী পরিষদ ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।

জাতীয় আদিবাসী পরিষদের জেলা শাখার সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সাধন মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদের উপদেষ্টা ময়নুল হক মকুল ও অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, সিপিবির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহসীন রেজা, নাইস পারভীন, আদিবাসী যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, জেলা সভাপতি মার্টিন মরমু, সাধারণ সম্পাদক ভারত চন্দ্র পাহান, প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা আদিবাসীনেতা আলফ্রেড সরেন হত্যাকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্ত মূলক শাস্তির এবং আদিবাসীদের পৃথক ভূমি গঠন ও বসতিসহ সকল ভূমির রাষ্ট্রীয় নিরাপত্তার দাবি জানান।
উল্লেখ্য, বিগত ২০০০ সালে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে আদিবাসী নেতা আলফ্রেড সরেনকে স্থানীয় ভূমিদস্যুরা কুপিয়ে হত্যা করে।
(জেএবি/এএস/আগস্ট ১৮, ২০১৪)








পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test